সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহেই ভারতীয় সিনেদুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙেচুরে নতুন মাইলস্টোন গড়েছে ‘পুষ্পা ২’ (Pushpa 2)। বলিউড তো বটেই বহুল ব্যবসা করা চর্চিত দক্ষিণী ছবিগুলিকেও দৌড়ে পিছনে ফেলে দিল আল্লু অর্জুনের সিনেমা। আর ‘পুষ্পা ২’ হাজার কোটির ক্লাবে প্রবেশ করতেই নতুন খবর, ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে নাকি দেখা করেছেন দক্ষিণী সুপারস্টার! সেইসূত্রেই রাজনীতির ময়দানে আল্লু অর্জুনের (Allu Arjun) অভিষেকের জল্পনা আপাতত তুঙ্গে।
আল্লু অনুরাগীরা যখন ‘পুষ্পা’র পরবর্তী সিনেমা নিয়ে কৌতূহলী, সেই আবহেই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জল্পনা, ব্লকবাস্টার ইতিহাস রচনার পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন আল্লু অর্জুন। আর সেই প্রেক্ষিতেই রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রশান্ত কিশোর শরণে দক্ষিণী সুপারস্টার। সত্যিই কি তাই? খবর চাউর হতেই মাঠে আল্লু অর্জুনের টিম। অভিনেতার রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে টিমের তরফে জানানো হয়েছে, “এই খবর সর্বৈব মিথ্যে। আমরা পরিষ্কার করে দিতে চাই যে, আল্লু অর্জুনের রাজনীতিতে যোগদানের খবর ভুয়ো। তাই সকলকে অনুরোধ করব ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবেন না। তাই সঠিক খবর পেতে আল্লু অর্জুনের টিমের উপরই ভরসা রাখুন।”
আট দিনে বিশ্বের বক্স অফিসে ১১০৫ কোটি টাকার ব্যবসা করেছেন ‘পুষ্পা ২’। আর ১০০ কোটি পেরলেই ‘কেজিএফ’ এবং ‘RRR’ সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দেবে এই ছবি। ছবির গগনচুম্বী সাফল্যে উচ্ছ্বসিত আল্লু জানিয়েছেন, “বক্স অফিসের অঙ্ক নিয়ে আমার একটু বলার রয়েছে। এই যে রেকর্ড ফিগার দেখতে পাচ্ছেন, এটা মানুষের ভালোবাসার প্রতিফলন। এসব নম্বর তো আপেক্ষিক, তবে দর্শকদের এই ভালোবাসা চিরন্তন। আমি বিশ্বাস করি, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। সত্যি বলতে কী, এই জায়গায় পৌঁছে সাফল্য উপভোগ করতে মন্দ লাগছে না। আগামী ২-৩ মাস অন্তত আমি সাফল্যের জোয়ারেই ভেসে থাকতে চাই। তেলুগু, তামিল কিংবা হিন্দি, আমি চাই ‘পুষ্পা ২’ সব সিনেইন্ডাস্ট্রির রেকর্ড ভেঙে দিক।” এদিকে দিন কয়েক আগেই ক্ষত্রিয়দের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল এই সিনেমার বিরুদ্ধে। নির্মাতাদের মারধর করার হুমকিও দিয়েছিল করণি সেনা। তবে সেসব বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্তমানে ব্লকবাস্টার ব্যবসার সাফল্যে মজে তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.