Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun Arrested

গ্রেপ্তার আল্লু অর্জুন! হায়দরাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট মহিলা অনুরাগীর মৃত্যুতে বিপাকে ‘পুষ্পা’

দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, "তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।"

Allu Arjun Arrested: Pushpa 2 actor arrested over Hyderabad stampede row
Published by: Sandipta Bhanja
  • Posted:December 13, 2024 12:59 pm
  • Updated:December 13, 2024 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে গ্রেপ্তার আল্লু অর্জুন! দিন কয়েক আগে, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে (Pushpa 2 Premier) এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার (Allu Arjun Arrested)। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই দেশের তোলপাড় সিনেদুনিয়া!

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে শুক্রবার এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, “তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

Advertisement

ঠিক কী ঘটেছিল?

হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলেও গুরুতর জখম। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেই শুক্রবার গ্রেপ্তার আল্লু অর্জুন।

অন্যদিকে মাত্র এক সপ্তাহেই ভারতীয় সিনেদুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙেচুরে নতুন মাইলস্টোন গড়েছে ‘পুষ্পা ২’। বলিউড তো বটেই বহুল ব্যবসা করা চর্চিত দক্ষিণী ছবিগুলিকেও দৌড়ে পিছনে ফেলে দিল আল্লু অর্জুনের সিনেমা। আট দিনে বিশ্বের বক্স অফিসে ১১০৫ কোটি টাকার ব্যবসা করেছেন ‘পুষ্পা ২’। আর ১০০ কোটি পেরলেই ‘কেজিএফ’ এবং ‘RRR’ সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দেবে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement