Advertisement
Advertisement
Alia Bhatt

মেয়ে রাহাকে নিয়ে মুম্বই ছাড়লেন আলিয়া, সঙ্গে নেই রণবীর! আচমকাই কোথায় গেলেন?

প্রথমবার বাবা রণবীরকে ছেড়ে মায়ের সঙ্গে অন্যত্র পাড়ি রাহার।

Alia Bhatt's Daughter Raha Accompanies Her To Alpha Shoot In Kashmir
Published by: Sandipta Bhanja
  • Posted:August 26, 2024 3:29 pm
  • Updated:August 26, 2024 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুতোদাদা’ তৈমুর আলি খানের মতোই জন্মেই সুপারস্টার রাহা (Raha)। প্রথমবার ক্যামেরার সামনে এসেই তাক লাগিয়ে দিয়েছে রণবীর-আলিয়ার (Ranbir Kapoor-Alia Bhatt) মেয়ে রাহা। তাঁর ‘গুবলু মিষ্টি’ মুখ বরাবরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। এবার মা আলিয়া ভাটের সঙ্গে রাহাকে দেখা গেল মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর কালিনায়। সঙ্গে নেই বাবা রণবীর কাপুর। এইপ্রথম বাবাকে ছেড়ে মায়ের সঙ্গে মুম্বই থেকে অন্যত্র পাড়ি দিল সে। আচমকাই কোথায় ছুটে গেল?

জানা গিয়েছে, মেয়ে রাহাকে নিয়ে কাশ্মীরে গিয়েছেন আলিয়া। কিন্তু ভূস্বর্গে আচমকাই কেন পাড়ি? বলিউড মাধ্যম সূত্রে খবর, কাশ্মীরে ‘আলফা’র দ্বিতীয় শিডিউলের শুটিং রয়েছে। সেই প্রেক্ষিতেই সেখানে গিয়েছেন আলিয়া। তবে এবার আর মেয়ে রাহাকে কাছছাড়া করলেন না। আর রাহাও এই প্রথমবার মায়ের সঙ্গে আউটডোর শুটিংয়ে গেল। বিমানবন্দর থেকে মা-মেয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পিছপা হননি পাপারাজ্জিরা। রাহার মুষ্টি চাহনি দেখে মন গলেছে নেটপাড়ার। মায়ের কোলে চড়ে দিব্যি কাশ্মীরের উদ্দেশে রওনা হল সে। শুটিংয়ের পাশাপাশি যে মায়ের কর্তব্যে অবিচল আলিয়া ভাট, সেটার জন্যেও অনুরাগীরা কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, আদিত্য চোপড়ার হাত ধরে সদ্য গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রেখেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। যশরাজ ফিল্মস-এর পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সকে কবজা করতে কম কসরত করছেন না ‘আলফা’ অভিনেত্রী। ছবিতে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যার জন্য মাসখানেক ধরেই কড়া প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর জন্যেও ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডটের পাশে টেক্কা দিতে অ্যাকশনের মারপ্যাঁচ শিখেছিলেন। এবার ‘আলফা’তেও (Alpha) দুর্ধর্ষ গোয়েন্দা এজেন্টের ভূমিকায় আলিয়াকে দেখা যাবে। ঘনিষ্ঠ সূত্রে খবর, “এমন অবতারে এর আগে কখনও আলিয়া ভাটকে দেখা যায়নি। সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত ৪ মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ‘আলফা’ ছবিতে ৪-৫টি ক্ষুরধার অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, আর সেই দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে ফিট রাখতেই এই কড়া প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে আলিয়া ভাটকে। ‘রাফ অ্যান্ড টাফ’ চরিত্রে অভিনয় করতে যাতে কোনও অসুবিধে না হয়।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। এবার শাহরুখ খান, সলমন খানদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি নাম লেখালেন আলিয়া ভাট। সঙ্গী শর্বরী ওয়াঘ। নেপথ্যে যশরাজ ফিল্মস। আর সেই সিনেমার শুটিংয়েই সোমবার কাশ্মীরের উদ্দেশে উড়ে গেলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement