Advertisement
Advertisement

Breaking News

Alia about Raha

অভিনয় নয় ভবিষ্যতে এই পেশা বেছে নেবে মেয়ে রাহা, জানিয়ে দিলেন মা আলিয়া

মেয়ের ভবিষ্যৎ এখনই ঠিক করে ফেলেছেন অভিনেত্রী!

Alia Bhatt wants her daughter in this Profession | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 21, 2023 3:04 pm
  • Updated:July 21, 2023 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৩ ইডিয়টস’ সিনেমায় ফারহান কুরেশির বাবার কথা মনে আছে? সেই সংলাপ, ‘মেরা বেটা ইঞ্জিনিয়র বনেগা।’ ঠিক তেমনই সুর শোনা গেল আলিয়া ভাটের (Alia Bhatt) মুখে। মেয়ে রাহা ভবিষ্যতে কী হবে, তা এখনই জানিয়ে দিলেন অভিনেত্রী।

Ranbir Alia

Advertisement

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারে আলিয়া যেখানেই যাচ্ছেন, রাহা নিয়ে কোনও কোনও প্রশ্নের উত্তর তাঁকে দিতেই হচ্ছে। সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর জবাব যেন ফারহান কুরেশির বাবার স্টাইলেই দিলেন। বড় হয়ে রাহা কী হবে? এই প্রশ্ন করা হয়েছিল আলিয়াকে। অভিনেত্রীর জবাব, “আমি যখন মেয়ের দিকে তাকাই বলি তুই তো বিজ্ঞানীই হবি কারণ আমি কখনও তা হতে পারব না।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ইন্টারভিউয়ের নাম করে হোটেলে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ, থানায় দায়ের অভিযোগ]

২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালবাসা, ভালবাসা আর শুধুই ভালবাসা।” শোনা গিয়েছে, সদ্যোজাতকে কোলে নিতেই কেঁদে ফেলেছিলেন রণবীর। কিছুতেই নাকি কান্না থামচ্ছিল না তাঁর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

অনেক ভাবনাচিন্তা করেই মেয়ের নাম রাহা রেখেছেন রণবীর আর আলিয়া। সংস্কৃত ভাষায় রাহা মানে ‘বংশ’। বাংলা ভাষায় এর অর্থ ‘বিশ্রাম, আরাম, স্বস্তি’। আরবি ভাষায় এর অর্থ ‘শান্তি’। “ছোট্ট রাহার সত্যি এই নামের উপযুক্ত। এই সব ক’টা গুণ রাহার মধ্যে রয়েছে”, মেয়ের নাম ঘোষণা করে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: একুশের সভায় চাঁদের হাট, ‘দিদি’র ডাকে মঞ্চে দেব-মিমি-নুসরত, হাজির টেলিতারকারাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement