Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

‘আদিপুরুষ’ ঝড়েই নতুন চমক! এবার রাম-সীতার অবতারে রণবীর-আলিয়া

খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ট্রেন্ডিং আলিয়া ভাট।

Alia Bhatt trends on Twitter, she will play Sita opposite Ranbir Kapoor in Ramayana, report claims | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 8, 2023 6:28 pm
  • Updated:June 8, 2023 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়টা দারুণ যাচ্ছে আলিয়া ভাটের। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন ‘কাপুর-বধূ’। উপরন্তু একের পর এক বিগ বাজেট সিনেমা এখন তাঁর ঝুলিতে। এবার শোনা যাচ্ছে, বলিউডের নতুন ‘রামায়ণ’-এ সীতার অবতারে দেখা যাবে আলিয়াকে। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় নেটপাড়া।

এমনিতেই সিনেমহলে এখন ‘আদিপুরুষ’ ঝড়। রাম-সীতার ভূমিকায় সিনেপ্রেমীদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রভাস-কৃতী স্যানন। এর মাঝেই নীতিশ তিওয়ারি ঘোষিত ‘রামায়ণ’ নিয়ে শোনা গেল নতুন তথ্য। শ্রীরামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। এই খবর যদি সত্যি হয়, তাহলে হিসেবমতো ‘ব্রহ্মাস্ত্র’র পর ফের জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। লুক সেটের জন্য মাঝেমধ্যেই প্রযোজনা সংস্থায় দৌঁড়তে হচ্ছে অভিনেতাকে।

Advertisement

[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]

উল্লেখ্য, এর আগে রণবীর কাপুরের বিপরীতে সীতার ভূমিকায় অভিনয় করার কথা ছিল সাঁই পল্লবীর। তবে মাস ঘুরতে না ঘুরতেই তার পরিবর্তে আলিয়া ভাটের নাম এল। খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ট্রেন্ডিং বলিউডের ‘গাঙ্গুবাই’। অনেকে আবার ইতিমধ্যেই প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’-এর সঙ্গে রণবীর-আলিয়ার সিনেমার তুলনা টেনে বসেছেন। আলিয়াকে সীতার ভূমিকায় যে দিব্যি মানাবে, সেই ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন অনুরাগীরা। কানাঘুষো শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার যশ নাকি রাবণের ভূমিকায় অভিনয় করবেন।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতিশ তিওয়ারি ৩ বছর ধরে বড় পরিসরে রামায়ণ করার কথা ভাবছেন। গোড়া থেকেই সীতার ভূমিকায় আলিয়ার কথা ভেবে রেখেছেন তিনি। তবে অভিনেত্রীর ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। তবে নানা কারণে সেই ছবি ফ্লোরে যেতে দেরি হওয়ায় পরিচালক নীতিশ তিওয়ারি এবং প্রযোজক মধু মন্তেনা শেষমেশ আলিয়া ভাটকেই সীতার ভূমিকায় চূড়ান্ত করেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘কাপুর বধূ’ নাকি বেজায় উচ্ছ্বসিত।

[আরও পড়ুন: পরপুরুষের সঙ্গে ‘কুকীর্তি’! বিতর্কের চাপে ‘ড্যামেজ কন্ট্রোল’ নওয়াজের স্ত্রী আলিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement