Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

ভেজা শরীরে সুইমিং পুলেই ঘুমিয়ে পড়লেন আলিয়া ভাট! দেখুন ভিডিও

ছুটির দিন নাকি এভাবেই কাটান বলিউডের 'রানি'।

Alia Bhatt Shares Her Swim And Chill Day Off Schedule From NYC | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 15, 2023 2:22 pm
  • Updated:September 15, 2023 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির কয়েকটা দিন। কত কাজের পর পাওয়া কিছুটা সময়। এই সময় বেশ ভালভাবেই কাটাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। লাল মনোকিনি পরে নেমে পড়েছেন সুইমিং পুলের জলে। সেখানেই ঘুমিয়ে পড়েছেন হাতের উপর মাথা রেখে।

Ranbir-alia

Advertisement

স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) ও মেয়ে রাহাকে সঙ্গে নিয়েই নিউ ইয়র্কে গিয়েছেন আলিয়া। কাজ থেকে বিরতি নিয়েছেন দুই তারকা। নিশ্চিন্তেই কয়েকটা দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই টেনিস দেখতে গিয়েছেন। সোশাল মিডিয়ায় রণবীর নেই। রয়েছেন আলিয়া। নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: হাতে স্যালাইন, হাসপাতালেই ‘জওয়ান’ ছবির গানে নাচ রোগীর! ভিডিও দেখে কী বললেন শাহরুখ?]

‘অফ ডে’র দিন আমার কাজের শিডিউল’, একথা লিখেই ভিডিওটি পোস্ট করেছেন আলিয়া। সুইমিং পুলে শরীর ডোবানো অবস্থাতেই ঘুমিয়ে পরেছিলেন অভিনেত্রী। পরে আবার চোখ বন্ধ করে চিৎ হয়ে শুয়ে রয়েছেন। আলিয়ার এই ভিডিও দেখে অর্জুন কাপুরের মন্তব্য, ‘এই হোটেল আর ছুটিটা আমার চাই।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

উল্লেখ্য, উল্লেখ্য নিউ ইয়র্কের অভিজাত ম্যান্ডেরিন হোটেল থেকে এই ভিডিও পোস্ট করেছেন আলিয়া। বিশাল এই হোটেল থেকে প্রায় গোটা শহর দেখা যায়। সুইমিং পুলের পাশাপাশি স্পা, জিম, স্টিম অ্যান্ড সনা রয়েছে এখানে। আবার বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। এক ছাদের তলায় এই সুযোগ সুবিধা পাওয়ার খরচও প্রচুর। দিনে প্রায় এক লক্ষ টাকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mandarin Oriental (@mo_hotels)

[আরও পড়ুন: অজগরের সঙ্গে ছবি তোলায় সোহমকে কটাক্ষ নেটিজেনদের, মুখ খুললেন অভিনেতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement