Advertisement
Advertisement

Breaking News

Rocky Aur Rani Ki Prem Kahani Trailer

‘খেলা হবে!’ রণবীরের পরিবারকে চ্যালেঞ্জ ‘বাঙালি’ আলিয়ার, টোটা-চূর্ণীকে সঙ্গী করে ‘রকি-রানি’র ট্রেলারে চমক

'রকি অউর রানি কি প্রেম কাহিনি' মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।

Alia Bhatt Ranveer Singh's Rocky Aur Rani Ki Prem Kahani Trailer out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 4, 2023 12:22 pm
  • Updated:July 5, 2023 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গলি বয়’ ছবির পর ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আলিয়া ও রণবীরের ফের ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিল অনুরাগীরা। তার উপর করণ জোহরের ছবি। বহুদিন পর পরিচালকের দায়িত্বে ফিরে এসে করণ যে নতুন চমক দেবেন তা বলাই বাহুল্য। দিলেনও তিনি। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ৩ মিনিট একুশ সেকেন্ডের ট্রেলারে করণ বুঝিয়ে দিলেন ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘কভি অলবিদা না কহেনা’র ম্যাজিককে মুঠিবদ্ধ করে রকি-রানির প্রেমের গল্পে মিশিয়েছেন তিনি। সেই বড় বড় ফিল্মি সেট, বরফের মাঝে নায়িকার শিফন শাড়ি। প্রেম, আদর, কান্না মেশানো করণের ফ্যাক্টরিতে তৈরি চেনা ফ্যামিলি ড্রামা। তবে এবার উপরি পাওনা করণের ছবিতে বাঙালি ছোঁয়া। সঙ্গে বাংলা রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ‘খেলা হবে’ সংলাপ!

Advertisement

ট্রেলারে দেখে বোঝাই যাচ্ছে পাঞ্জাবি ও বাঙালি পরিবারের মধ্যে সংস্কৃতি নিয়ে সংঘাত। যা কিনা বাধা হয়ে দাঁড়ায় রকি-রানির প্রেমে। আর সেখানেই চ্যালেঞ্জ নিয়ে ফেলে রকি ওরফে রণবীর, রানি ওরফে আলিয়া। শেষমেশ কি প্রেম জিতবে? নাকি রকি-রানির কপালে জুটবে পরাজয়! উত্তর দেবে করণের এই ছবি। 

Rocky Aur Rani Ki Prem Kahani film shoot

করণের এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের উৎসাহটা একটু বেশিই ছিল। কেননা, এই ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। শুধু তাই নয়, টলিউডের দুই জনপ্রিয় তারকা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকেও দেখা যাবে আলিয়ার পাশে অভিনয় করতে। ট্রেলারেই বোঝা গেল বলিউড অভিনেতাদের টক্কর দিতে চলেছেন বাংলার টোটা ও চূর্ণী। করণের এই ছবির আরও ইউএসপি রয়েছে। বহুদিন বাদে এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে।

Rocky Aur Rani Ki Prem Kahani

‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র সুবাদেই বছর পাঁচেক বাদে ফের পরিচালকের আসনে বসেন করণ জোহর। ‘গাল্লি বয়’ ছবির পর করনের এই ছবিতে ফের জুটি বাঁধলেন রণবীর এবং আলিয়া। ছবিটি মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement