Advertisement
Advertisement

Breaking News

স্থির হয়ে গিয়েছে দিনক্ষণ, ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া!

ঋষি কাপুরের স্বাস্থ্য়ের কথা ভেবে মুম্বইয়ের বসবে বিয়ের আসর।

Alia Bhatt-Ranbir Kapoor to tie knot probably in December this year
Published by: Bishakha Pal
  • Posted:April 3, 2020 6:21 pm
  • Updated:April 3, 2020 9:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার চর্চায় রণবীর-আলিয়ার বিয়ের খবর। যদিও বলিউডের এই সেলেব জুটির বিয়ে নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো চলছে। গত বছর থেকে অনুরাগীরা অপেক্ষা করে চলেছে। কিন্তু বছর ঘুরে গেল, এখনও বিয়ে নিয়ে কাপুর খানদান বা ভাট পরিবার, কেউই মুখ খোলেনি। এই নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে নেটদুনিয়ায়। একবার তো দু’জনের ফটোশপ করা বিয়ের ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল। একবার প্রকাশ পেয়েছিল বিয়ের ভুয়ো কার্ড। তবে এবার মনে হচ্ছে দু’জনের বিয়ের জন্য সত্যিই কথাবার্তা পাকা করে ফেলতে চায় কাপুর ও ভাট পরিবার। শোনা যাচ্ছে এবছর ডিসেম্বরেই নাকি চারহাত এক হবে।

সূত্রের খবর, রণবীর ও আলিয়ার জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা প্রথমে ভেবেছিল দুই পরিবার। কিন্তু এখন শোনা যাচ্ছে মুম্বইয়েই বসবে বিয়ের আসর। ডিসেম্বরের শেষ ১০ দিন ধরে চলবে অনুষ্ঠান। এখন ঋষি কাপুরের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তাই তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে দিতে চায় কাপুর খানদান। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ২১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন রণবীর আলিয়া। চারদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। তারপর হবে রিসেপশন। সব মিলিয়ে ১০ দিন মতো সময় লাগবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুই পরিবারের সম্মতিক্রমেই দিন স্থির হবে। মুম্বইয়ের বান্দ্রা ও জুহুতেই হবে যাবতীয় অনুষ্ঠান।

Advertisement

[ আরও পড়ুন: মানবতার অনন্য নজির, শুটিং বন্ধ হলেও ‘রাধে’র কর্মীদের পারিশ্রমিক দিচ্ছেন সলমন ]

রণবীরের মা নীতু কাপুরেরও বেশ পছন্দের মানুষ আলিয়া। এর আগে ক্যাটরিনা আর দীপিকার সঙ্গে যখন রণবীরের সম্পর্ক ছিল, তখন খুব একটা খুশি ছিলেন না তিনি। কিন্তু আলিয়াকে প্রথম থেকেই স্বাগত জানিয়েছেন তিনি। শুধু কি তাই? বিয়ের উপহারও নাকি রণবীর-আলিয়া পেয়ে গিয়েছেন। দিয়েছেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর। এই সেলেব জুটিকে একটি ইভলস আই ব্রেসলেট দিয়েছেন তিনি। বলা হয়, এই ‘ইভেলস আই’ সমস্ত অশুভ শক্তিকে দূরে রাখে। করোনা আবহে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে তাঁরা নাকি এখন একসঙ্গেই থাকছেন। একটি ভিডিওয় রণবীর ও আলিয়াকে একসঙ্গে একটি আবাসন থেকে বের হতে দেখা গিয়েছে। হয়তো একে অপরকে আরও ভালভাবে চিনে নেওয়ার জন্য একসঙ্গে থাকছেন তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ের কথা ঘোষণা করে দেবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#Aliabhatt #RanbirKapoor

A post shared by Entertainment Fan Page (@facc2911) on

[ আরও পড়ুন: পুনঃসম্প্রচারের পথে স্টার জলসাও, ফিরছে ‘গানের ওপারে’ ও ‘ওগো বধূ সুন্দরী’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement