Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

সিনেমার কাজে মুম্বই ছাড়তে ভয় পাচ্ছেন রণবীর কাপুর! কারণ জানলে অবাক হবেন

তথ্য ফাঁস করলেন খোদ আলিয়া ভাট।

Alia Bhatt opens up about her daughter Raha Bhatt Kapoor| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 26, 2023 8:56 pm
  • Updated:April 26, 2023 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে হওয়ার আগে রণবীর প্রকাশ্যে বলেছিলেন, তিনি সেরা বাবা হয়ে উঠতে চান! আর রণবীর যে সেই পথেই চলেছেন, রোজ তাঁর প্রমাণ দিচ্ছেন।

সম্প্রতি আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় মেয়ে রাহা ও রণবীরের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, রাহার দোলনা দুলিয়ে দিচ্ছেন রণবীর। মেয়ের সঙ্গে রণবীরের এমন ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

Advertisement

তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মেয়ে রাহাকে একেবারে চোখে হারান রণবীর। এমনকী, শুটিং করতে শহর থেকে দূরে গেলেও রণবীর নাকি আলিয়াকে বার বার ভিডিও কল করে মেয়েকে দেখতে চান।

[আরও পড়ুন:  সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

আলিয়া জানান, রণবীর খুব ভয় পান। রণবীরের টেনশন, বেশিদিন তাঁকে না দেখলে যদি রাহা রণবীরকে ভুলে যায়!

আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তাঁরা। সেখানেই দেখা গেল আলিয়া তাঁর পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভিতর রাখলেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত।

প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্য়ে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে আলিয়াই নাকি রণবীরকে রাজি করিয়েছেন।

[আরও পড়ুন:  জোর করে মহিলাদের ধর্মান্তকরণ, আইসিসে যোগদানের গল্প, প্রকাশ্যে ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement