Advertisement
Advertisement

Breaking News

বিয়ের প্রশ্নে মেজাজ হারালেন আলিয়া, কিন্তু কেন?

রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন৷

Alia Bhatt on marriage rumours
Published by: Sayani Sen
  • Posted:February 7, 2019 3:58 pm
  • Updated:February 7, 2019 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই রণবীরের সঙ্গে চারহাত এক হতে চলেছে আলিয়ার! আবার কখনও কখনও এমনও শোনা যায় তাঁদের দু’জনের মাঝে নাকি বইছে বিচ্ছেদের হাওয়া৷ বিচ্ছেদ হোক কিংবা বিয়ে, বি টাউনের অন্দরে কান পাতলে এখন শুধুই শোনা যাচ্ছে রণবীর-আলিয়ার কথা৷ দু’জনের বিয়ের ছবি দেখার জন্য উৎসুক অনুরাগীরা৷ তবে কবে বিয়ে করছেন দু’জনে, এই একই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত আলিয়া৷

বার্লিন ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ভারতীয় ছবি

মুম্বইয়ের স্ট্রিট ব়্যাপারের জীবনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘গল্লি বয়’৷ ওই ছবিতে রয়েছেন আলিয়া৷ আপাতত ছবির প্রোমোশনে ব্যস্ত তিনি৷ সেরকমই এক অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া৷ ওই অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে৷ প্রশ্নের উত্তর দিতে গিয়েই মেজাজ হারান তিনি৷ বলেন, ‘‘গত বছর রণবীর-দীপিকা, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে দেখেছেন অনুরাগীরা৷ তাতেও তাঁদের শান্তি হয়নি৷ এবার আমাদের বিয়ে দেখার জন্য ব্যস্ত সকলে৷ যাঁদের এত মাথাব্যথা, আমার মনে হয় তাঁদের এবার বিয়ের প্রসঙ্গ থেকে বিরতি নেওয়া উচিত৷’’  আলিয়া আরও বলেন, ‘‘বিয়ের প্রসঙ্গ থেকে বিরতি নিয়ে আপনারা ভাল ছবি দেখুন৷ নিজেদের কাজ করুন৷ এরপর না হয় আবার আমার বিয়ে নিয়ে ভাববেন৷’’

Advertisement

নেটদুনিয়ায় সমালোচিত ‘গাল্লি বয়’, কী এমন করলেন রণবীর?

‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে আলিয়া এবং রণবীরের প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ এরপর বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের৷ কখনও একসঙ্গে আইসক্রিম খেতে, তো আবার কখনও পায়ে ব্যথার জন্য আলিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে দেখা গিয়েছে রণবীরকে৷ শুধু তাই নয়, শোনা গিয়েছে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও নাকি আলিয়াকে যোগ করেছেন রণবীর৷ এমনকি, কাপুর পরিবারের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল আলিয়াকে৷ অসুস্থতার জন্য আপাতত মার্কিন মুলুকে ঋষি কাপুর৷ সেখানেও যেতে দেখা গিয়েছি অভিনেত্রীকে৷ এত কিছুর পর অনুরাগীরা আর অপেক্ষা করতে পারছেন না৷ আলিয়া-রণবীরের কবে চারহাত এক হবে, সেই দিনক্ষণ জানার জন্য উদগ্রীব তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement