ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের নভেম্বর মাসে ফুটফুটে কন্যার মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ঘর আলো করে আসে ছোট্ট রাহা। তবে এবার নাকি রণবীর ও আলিয়ার সংসারে আসছে আরও এক নতুন সদস্য! রণবীরের কথায় মিলল তেমনই ইঙ্গিত!
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “খুব শীঘ্রই হয়তো দ্বিতীয় উল্কিটা করাব। সেটা হয়তো ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে। আবার আমাদের দ্বিতীয় সন্তানের নামও হতে পারে!” হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা? আসলে রাহার জন্মের পর মেয়ের নামে নিজের শরীরে উল্কি করে রেখেছেন রণবীর। এবার আরও একটি উল্কি করার বিষয়ে নিজের ইচ্ছাপ্রকাশ করেছেন। তাহলে কি ফের অন্তঃসত্ত্বা আলিয়া! সেই বিষয়ে অবশ্য এখনও কিছুই বলেনি যুগল। তবে তাঁরা যে আবার পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন তা সহজেই অনুমেয়। কাপুর পরিবারে অন্যান্য সদস্যদের অনুসরণ করে এবার কি রণবীর-আলিয়াও দুই সন্তানের বাবা-মা হবেন?
কাপুর দম্পতি বরাবরই ‘হাম দো হামারে দো’-তে বিশ্বাসী। এর আগে বেশ কয়েকবার সেকথা প্রকাশ্যে স্বীকারও করেছেন রণলিয়া। গতবছর ‘জিগরা’ ছবির প্রচারে গিয়ে আলিয়া দ্বিতীয় সন্তান নিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশও করেন। এবিষয়ে অভিনেত্রীর বক্তব্য ছিল “আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।” এরপর এক পডকাস্টে যোগ দিয়েও আলিয়া দ্বিতীয় সন্তান নিয়ে তাঁর ভাবনা চিন্তার কথা প্রকাশ করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.