Advertisement
Advertisement

Breaking News

বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে গুরুতর জখম আলিয়া

চোটের জন্য মুম্বই ফিরে আসতে হতে পারে ভাট-কন্যাকে৷

Alia Bhatt injured on Brahmastra sets in Bulgaria
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2018 4:18 pm
  • Updated:August 8, 2019 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যি বুলগেরিয়ায় শুটিং করছিলেন৷ আচমকাই ঘটল দুর্ঘটনা৷ ‘ব্রহ্মাস্ত্র’র সেটে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন আলিয়া ভাট৷ শোনা গিয়েছে, কাঁধে ও ডান হাতে প্রবল চোট পেয়েছেন আলিয়া৷ ডাক্তার তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ চোটের জন্য শুটিং ছেড়ে মুম্বইতেও আসতে পারেন নায়িকা৷

[ক্ষয়রোগে আক্রান্ত, টাকার অভাবে হাসপাতালে পড়ে সলমনের নায়িকা]

Advertisement

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ফ্যান্টাসি ফিকশন ‘ব্রহ্মাস্ত্র’৷ এই ছবির সৌজন্যেই এক ফ্রেমে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটকে৷ ছবির শুটিংয়ের জন্য কয়েকদিন ধরেই বুলগেরিয়ায় রয়েছেন আলিয়া৷ সম্প্রতি নিজের জন্মদিনও সেখানেই পালন করেছেন৷ ভাট-কন্যার জন্মদিনের সেলিব্রেশনে শামিল হতে বুলগেরিয়া গিয়েছিলেন রণবীরের মা নীতু কাপুর৷ এর পরেই রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনার শুরু হয়েছিল৷

A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on

[‘মোহিনী’ মাধুরীর ‘এক দো তিন’-এর ছন্দে জ্যাকলিনের ঠুমকা]

এ সবের তোয়াক্কা না করেই শুটিং করছিলেন আলিয়া৷ মঙ্গলবার সকালে আচমকাই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, হাতে রক্ত জমাট বেঁধে রয়েছে নায়িকার৷ ডাক্তার তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন৷ আপাতত বেশ কয়েকদিন শুটিংয়ে ফেরার সম্ভাবনা তেমন নেই৷ মার্চ মাসের মধ্যেই শুটিং শেষ করে ভারতে ফেরার কথা ছিল ‘ব্রহ্মাস্ত্র’ টিমের৷ কিন্তু আলিয়ার চোটের কারণে তার আগেই হয়তো ফিরে আসতে হতে পারে৷

 

बिल्ली जहाँ… मैं वहाँ ‍♀️

A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on

১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই মুক্তি পাওয়ার কথা ‘ব্রহ্মাস্ত্র’র৷ আশা করা হচ্ছে, খুব শিগগিরিই সুস্থ হয়ে উঠবেন আলিয়া৷ তারপরই শুটিং শুরু করা যাবে৷ আর নির্দিষ্ট সময়ের আগেই ছবির কাজ সম্পন্ন হবে৷ তবে রণবীর-অয়ন দু’জনেই চাইছেন আগে আলিয়া সুস্থ হয়ে উঠুক৷ শুটিং তারপরই শুরু হবে৷

[অজয়ের সহ-অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ কাজল, ভিডিও পোস্ট করে খুশি জাহির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement