Advertisement
Advertisement
Alia Bhatt

বাতাসে বহিছে প্রেম…, বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে রণবীরকে জড়িয়ে ধরলেন আলিয়া

মাতৃত্বকালীন সময়কে চুটিয়ে উপভোগ করছেন তারকা দম্পতি।

Alia Bhatt Hugs Ranbir Kapoor at airport। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 10, 2022 12:44 pm
  • Updated:July 10, 2022 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসের শেষে তাঁরা সকলকে জানিয়েছিলেন পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন রণবীর-আলিয়ার অনুরাগীরাও। সেই থেকে দিন গোনা শোনা শুরু হয়ে গিয়েছে। তবে তা বলে কাজ বন্ধ নেই। হলিউডে তাঁর প্রথম ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং করতে ব্রিটেনে গিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। শনিবার তিনি ফিরেছেন দেশে। তাঁকে আনতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রণবীর (Ranbir Kapoor)। আর এতদিন পরে দেখা হতেই স্ত্রীকে জড়িয়ে ধরলেন তিনি। মুহূর্তে ভাইরাল সেই ছবি ও ভিডিও।

২৭ জুন মা হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মধ্যে মা হওয়ার কথা জানানোয় রীতিমতো ট্রোল হতে হয় মহেশকন্যাকে। তবে এসবে পাত্তা দেননি আলিয়া। বরং নিজের মাতৃত্বকালীন এই সময়কে চুটিয়ে উপভোগ করছেন। নিজেকে ব্যস্ত রেখেছেন শুটিংয়ের কাজে। অবশেষে সেই শুটিং সেরেই দেশে ফিরলেন নায়িকা। তাঁকে সারপ্রাইজ দিতে বিমানবন্দরে হাজির ছিলেন রণবীর।

Advertisement

আলিয়ার পরনে ছিল সাদা জ্যাকেট, সাদা টিশার্ট ও কালো প্যান্ট। শরীরে স্পষ্ট মাতৃত্বকালীন স্ফিতোদর। অভিনেত্রী জানতেন না বিমানবন্দরেই হাজির হয়েছেন রণবীর। গাড়ি খুলতেই স্বামীকে দেখে চমকে উঠে আলিয়া বলে ওঠেন, ”বেবি!” তারপরই তিনি জড়িয়ে ধরেন তাঁকে।

Alia

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকাযুগল। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন দু’জনে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। এরপর আড়াই মাস পেরোতে না পেরোতেই খবর আসে তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি। আনন্দে মেতে ওঠে দু’জনের পরিবার। রণবীর জানিয়ে দেন, ‘‘আমাদের প্ল্যান একটাতে থেমে থাকা নয়। আমরা আরও সন্তান চাই!” তবে ঠিক কটা বাচ্চা চাইছেন রণলিয়া, তা কিন্তু খোলসা করে বলেননি রণবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement