Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

ব্রাজিল যাওয়ার পথে ‘সীতা মা’ বলে পিছু ডাক, চিৎকার! বিরক্ত হয়ে মুখ ফেরালেন আলিয়া

হঠাৎ কেন ব্রাজিল পাড়ি আলিয়া ভাটের?

Alia Bhatt heading to Brazil, as paps call her ‘Sita ji’, hides her face in embarrassment | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 15, 2023 1:23 pm
  • Updated:June 15, 2023 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সাতসকালেই সুখবর দিয়েছেন আলিয়া ভাট। ২০২৩ সালের নেটফিক্স ‘তুড়ুম’ অনুষ্ঠানে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন তিনি। আর যাওয়ার পথেই মুম্বই বিমানবন্দরে কেলেঙ্কারি কাণ্ড!

এয়ারপোর্টে ঢোকার আগে আলিয়া ভাটকে গাড়ি থেকে নামতে দেখেই পাপ্পারাজিরা ‘সীতা মা’, ‘সীতা ম্যাম’ বলে চিৎকার করে ডাকতে থাকেন। এরপর আলিয়া যা প্রতিক্রিয়া দেন, তা নিয়ে এখন নেটপাড়ার চর্চা তুঙ্গে। উল্লেখ্য, বলিউডের অন্দরমহলে বর্তমানে কান পাতলেই শোনা যাচ্ছে যে, নীতিশ তিওয়ারি পরিচালিত বিগ বাজেট রামায়ণ সিনেমায় আলিয়া ভাটকে দেখা যাবে সীতার ভূমিকায়। আর সেই জল্পনার সূত্র ধরেই এদিন বিমানবন্দরে অভিনেত্রীকে ‘সীতা মা’ বলে ডেকে বসেন পাপ্পারাজিরা। তারপর?

Advertisement

চিৎকার শুনে প্রথমটায় হতভম্ব হয়ে যান আলিয়া। বিষয়টা বুঝতেই খানিকক্ষণ সময় লেগে যায় অভিনেত্রীর। তবে বুঝতে পেরে ভীষণ বিরক্ত হয়ে যান তিনি। এরপরই মুখ ফিরিয়ে নেন পাপ্পারাজিদের থেকে। আলিয়া ভাটের সেই মুহূর্তের ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। তবে অনুরাগীরা কিন্তু আলিয়াকে সীতার ভূমিকায় দেখতে ততোধিক অপেক্ষায় রয়েছেন। কারও পরামর্শ, আলিয়ার উচিত সীতার ভূমিকায় অভিনয় করা। ওঁকে মানাবে। কেউ বলছেন, আলিয়া আমার সবসময়ের প্রিয় অভিনেত্রী।

[আরও পড়ুন: পড়ন্ত বিকেলে রোম্যান্সে গদগদ ভিকি-ক্যাটরিনা! ফোড়ন কাটলেন অর্জুন কাপুর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

বৃহস্পতিবার সকালেই রংবাহারি পোশাকে হাসিমুখে ছবি দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন আলিয়া ভাট। প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন ‘কাপুর-বধূ’। উপরন্তু একের পর এক বিগ বাজেট সিনেমা এখন তাঁর ঝুলিতে। এবার শোনা যাচ্ছে, বলিউডের নতুন ‘রামায়ণ’-এ সীতার অবতারে দেখা যাবে আলিয়াকে। যেখানে রামের চরিত্রে রণবীর কাপুরকে দেখা যাবে। কানাঘুষো শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার যশকে নাকি রাবণের ভূমিকায় দেখা যাবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

[আরও পড়ুন: ‘হিন্দিতে কেউ কাজ দেয় না’! রাইমার আক্ষেপ শুনেই ডাক দিলেন বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement