Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

হাতে চামড়ার ব্যাগ, অথচ টি-শার্টে পশুপ্রেমের বার্তা! চূড়ান্ত ট্রোলের শিকার আলিয়া

কটাক্ষ করা হয়েছে আলিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়েও।

Alia Bhatt Gets trolled For Wearing A ‘Speak Up For Animals’ Shirt | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 9, 2023 6:16 pm
  • Updated:April 9, 2023 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আখছারই ট্রোলের শিকার বিনোদন জগতের তারকারা। কখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোঁচা দেওয়া হয় তাঁদের তো কখনও আজব পোশাকের জন্য। তবে এবার আলিয়া ভাট (Alia Bhatt) যা করলেন, তাতে শুধু নেটিজেনরাই নয়, বিস্মিত পশুপ্রেমীরাও!

নিশ্চয়ই জানতে চাইছেন, এবার কী এমন করলেন রণবীর (Ranbir Kapoor) ঘরনি! তাহলে খোলসে করে বলা যাক। আসলে সম্প্রতি ভাইরাল হয়েছে আলিয়ার একটি পুরনো ছবি। শোনা যাচ্ছে, ২০২১ সালে ছবিটি তোলা। কিন্তু নতুন করে ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েন বলিউড অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের একটি লং টি-শার্ট পরেছেন তিনি। যেখানে পশুদের সুরক্ষা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গন্ডগোল পাকালো হাতের ব্যাগখানা। সেটি চামড়ার। আর এখানেই যাবতীয় বিতর্ক।

Advertisement

Alia

[আরও পড়ুন: নববর্ষে কলকাতা পাবে আরও এক অডিটোরিয়াম! উদ্বোধনে মুখ্যমন্ত্রী, জানুন খুঁটিনাটি]

অনেকেই আলিয়াকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, এ কেমন দ্বিচারিতা! পোশাকে পশুপ্রেম দেখানোর চেষ্টা, অথচ হাতে চামড়ার ব্যাগ! তাঁর এমন ‘মুর্খ’ স্মার্টনেসের বিরুদ্ধে তোপ দাগতেও ছাড়েননি অনেকে। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ রাখেনি নেটিজেনদের একাংশ। কটাক্ষ করা হয়েছে আলিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়েও। অনেকে আবার আরও একধাপ এগিয়ে বলে দেন, সেলিব্রিটিরা আবহাওয়ার পরিবর্তন, উষ্ণায়ন নিয়ে বড় বড় কথা বলেন। অথচ তাঁরাই প্রাইভেট জেটে এদিক-সেদিক ঘুরে বেড়ান। তারকাদের এহেন দ্বিচারিতা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আলিয়া কি কানে তুললেন? কে জানে!

[আরও পড়ুন: সাংসদ পদ খুইয়েই ইটালীয় রেস্তরাঁয় রাহুল! ভাইরাল ছবি নিয়ে কটাক্ষ BJP-র, পালটা দিল কংগ্রেসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement