Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

মুম্বইয়ে বিশাল বাড়ি কিনলেন আলিয়া, দুটি ফ্ল্যাট উপহার দিলেন বোনকেও! দাম জানেন?

রণবীর ও মেয়ে রাহাকে নিয়ে দিব্যি সংসার করছেন আলিয়া।

Alia Bhatt Buys Premium House In Mumbai's Pali Hill| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 25, 2023 10:29 am
  • Updated:April 25, 2023 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে দিব্যি সংসার করছেন আলিয়া ভাট। ধীরে ধীরে স্বপ্নের মতো করে গুছিয়ে নিচ্ছেন ঘর-বাড়ি। আর এবার তো নিজেকে যেন আরও মেলে ধরতে চলেছেন তিনি। সেই কারণেই মুম্বইয়ের পালি হিল এলাকায় ৩৭.৮০ কোটি টাকা দিয়ে একটি অ্য়াপার্টমেন্ট কিনে ফেললেন আলিয়া। শুধু কী তাই, সেই অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্য়াট উপহার দিলেন বোন শাহিন ভাটকে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আলিয়ার এই অ্যাপার্টমেন্ট প্রায় ২,৪৯৭ স্কোয়ার ফিট। আলিয়া এটি নিজের নামে নয়, বরং এটি কিনেছেন তাঁর প্রোডাকশন হাউস ইটারনাল সানসাইন প্রোডাকশনের নামে। এপ্রিল মাসের ১০ তারিখ আলিয়ার নতুন বাড়ি রেজিস্ট্রার হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ভাগ্যশ্রী ও মণীশ বহেলের মেয়ের সঙ্গে একফ্রেমে সলমন! ‘ম্যায়নে প্যার কিয়া পার্ট টু’ নাকি?]

সম্প্রতি আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তাঁরা। সেখানেই দেখা গেল আলিয়া তাঁর পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভিতর রাখলেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত।

প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্য়ে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে আলিয়াই নাকি রণবীরকে রাজি করিয়েছেন।

[আরও পড়ুন: কলকাতার ভ্যাম্পায়ারের সঙ্গে ডাক্তারের প্রেম, রোমাঞ্চে ভরা ‘টুথপরি’ সিরিজ মন কাড়বেই ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement