সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন আলিয়া-রণবীরের প্রতিবেশীরা। টিকতে পাচ্ছিলেন কড়া নিরাপত্তার কারণে। বাড়ি থেকে বের হওয়া হয়েছিল দুষ্কর। কিন্তু কী উপায়, বলিউডের দুই হেভিওয়েট তারকার বিয়ে বলে কথা। বাড়ির বাইরে সংবাদমাধ্যমের ভিড়। অনুরাগীদের চিল চিৎকার। নিরাপত্তা যে একটু কঠোর হবে, সেটাই স্বাভাবিক। হলও তাই। কড়া নিরাপত্তার জন্য রণলিয়ার প্রতিবেশীরা সারাদিন ধরে বসেই ছিলেন ঘরে। এমনকী, বারান্দায় বের হতেও ছিল মানা! বিয়ের দুবছর পর রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন তাঁদের নিরাপত্তারক্ষী।
রণলিয়ার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইউসুফ ইব্রাহিম। শুধু রণবীর-আলিয়া নয়। বলিউডের বহু তারকার বিয়ের নিরাপত্তার কাজই করেছিলেন ইউসুফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউসুফ জানালেন, ”মোট ৬০ জন নিরাপত্তাকর্মী ছিল। এত ভিড় হয়েছিল যে হিমশিম খাচ্ছিলাম। এমনকী, আমাদের জন্য প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তবে প্রত্যেকেই সহযোগিতা করেছিল। এটাই ভালো বিষয়।”
২০২২ সালে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তার আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণলিয়া। ‘মেয়ের মুখ কবে প্রকাশ্যে আনবেন?’ এই প্রশ্নের উত্তরে আলিয়া জানিয়েছিলেন, উপযুক্ত সময়েই রাহাকে সবার সামনে আনবেন। নিজের এই কথা ২০২৩-এর বড়দিনে রেখেছেন অভিনেত্রী।
কেউ বলছেন রণবীর কাপুরের মতো দেখতে রাহা। আবার কারও মতে আলিয়ার (Alia Bhatt) সঙ্গে রাহার মুখের বেশি মিল রয়েছে। কেউ কেউ আবার দাদু ঋষি কাপুরের সঙ্গে রাহার মুখের মিল খুঁজে পাচ্ছেন। রাহার নীল চোখের সঙ্গে রাজ কাপুরের চোখেরও তুলনা করা হয়েছে। যার মতোই দেখতে হোক না কেন, কাপুর ও ভাট পরিবারের নয়নের মণি এই খুদে। এখন রণবীর ও আলিয়ার থেকেও বেশি জনপ্রিয় তাঁদের মেয়ে রাহা। পাড়া-প্রতিবেশীরাও নাকি রাহা দুষ্টুমি দেখতে মত্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.