Advertisement
Advertisement
Ranbir Kapoor

‘ভিক্যাটে’র পর এবার ‘রালিয়া’র পালা! কবে, কোথায় বিয়ে করছেন রণবীর-আলিয়া? ফাঁস তথ্য

কাপুর পরিবারের অন্দর থেকেই ফাঁস হল রণবীর-আলিয়ার বিয়ের সব তথ্য।

Alia Bhatt and Ranbir Kapoor's wedding date venue and more details out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 14, 2021 9:23 pm
  • Updated:December 15, 2021 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের সামনে দিয়ে বিয়ে করে ফেললেন দুই প্রাক্তন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। আর রণবীরকে দেখুন, এখনও আলিয়ার সঙ্গে এদিক-ওদিক ঘুরেই বেড়াচ্ছেন। মাঝে মধ্য়ে অবশ্য রণবীর ও আলিয়ার বিয়ের খবর সামনে এলেও, তা গুঞ্জনই। তবে এসব আর নয়, এবার কাপুর পরিবারের অন্দর থেকেই ফাঁস হল রণবীর-আলিয়ার বিয়ের সব তথ্য়!

কবে বিয়ে করছেন রণবীর-আলিয়া? ক্যাটরিনা ও ভিকির বিয়ে হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে আলিয়া ও রণবীরের পরিবার দু’ জনের বিয়ের প্ল্যানিং একেবারেই ফাইনাল করে ফেলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩ সালের জানুয়ারিতেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। ইতিমধ্য়েই নাকি বিয়ে নিয়ে সব কথা ফাইনাল করে ফেলেছেন মহেশ ভাট ও নীতু কাপুর।

Advertisement

[আরও পড়ুন: Jacqueline Fernandez: জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠ হতে অমিত শাহর নাম ব্যবহার করেছিল ‘ঠগবাজ’ সুকেশ!]

কোথায় বিয়ে করছেন এই তারকা জুটি? সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ডেস্টিনেশন ওয়েডিংয়ে একেবারেই বিশ্বাসী নন রণবীর ও আলিয়া। বরং পরিবারের বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখে মুম্বইয়ের সাত তারা হোটেলেই নাকি বিয়ে করবেন তাঁরা। এমনকী, বিয়ের অনুষ্ঠানও হবে ছিমছাম। শোনা যাচ্ছে, রণবীরের কাকা এবং মহেশ ভাটের কথা মাথায় রেখেই এ ধরনের প্ল্যান করেছেন রণবীর ও আলিয়া।

কাজের দিক থেকে মুক্তির প্রতীক্ষায় রয়েছে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। অন্যদিকে, খুব শীঘ্রই মুক্তি পাবে আলিয়া অভিনীত দক্ষিণী ছবি ‘আর আর আর’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে, শুটিং চলছে রণবীরের ‘অ্য়ানিম্যাল’ ছবির।

[আরও পড়ুন: ফের সলমনের পরিবারে করোনার থাবা, করিনাদের সঙ্গে পার্টির পরই আক্রান্ত সোহেলের স্ত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement