Advertisement
Advertisement
Alia Bhatt and Ranbir Kapoor

Alia Bhatt and Ranbir Kapoor: রণলিয়ার জীবনে নতুন অতিথি, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আলিয়া

এপ্রিলেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর ও আলিয়া।

Alia Bhatt and Ranbir Kapoor welcome baby girl | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 6, 2022 12:47 pm
  • Updated:November 6, 2022 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনের নতুন বাবা-মা-রণলিয়া দম্পতি। কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ  মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে কাপুর ও ভাট পরিবারে খুশির জোয়ার। শুভেচ্ছাবার্তায় ভাসছেন রণলিয়া। 

Ranbir Alia wedding

Advertisement

 

বলিউডের ‘প্লে বয়’ রণবীর কাপুর (Ranbir Kapoor) একাধিক সম্পর্কে জড়িয়েছেন। বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে অনেক দূর গড়িয়েছিল সম্পর্কের জল। শেষপর্যন্ত সাতপাক অবধি এগোয়নি সেই সম্পর্ক। এর মাঝেই বন্ধু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে মুখোমুখি হন রণবীর-আলিয়া। খুনসুটি থেকে বন্ধুত্ব অবশেষে শুটিংয়ের সেটেই মন দেওয়া-নেওয়া সেরে ফেলেন রণলিয়া। নানা কারণে ছবির মুক্তি আটকে থাকলেও থেমে থাকেনি তাঁদের প্রেম। সহজেই শাশুড়ি নীতু কাপুরের মনও জয় করে ফেলেন মিষ্টি আলিয়া। কাপুর পরিবারের নানা অনুষ্ঠানেই দেখা যেত অভিনেত্রীকে। চলতি বছর ১৪ এপ্রিল চার হাত এক হয় দুজনের। বলিউডের অন্যান্য সেলিব্রিটিদের বিপরীত পথে হেঁটে সাদামাটাভাবে পরিবারের কাছের লোকেদের নিয়ে বিবাহ অনুষ্ঠান সেরে ফেলেন তাঁরা।

[আরও পড়ুন: পঞ্চায়েতের সঙ্গে হবে বেশ কয়েকটি পুরসভার ভোটও, জানিয়ে রাখলেন ফিরহাদ]

 

Ranbir Alia 2

 

বিয়ের কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। বিয়ের আড়াই মাসের মধ্যে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছিল। বি-টাউনের গুঞ্জনে  অবশ্য কান দেননি কাপুর দম্পতি। তাঁরা মজে ছিলেন নতুন জীবনের আনন্দে। প্রকাশ্যে সেসব কথা শেয়ার করেছিলেন রণবীর-আলিয়া। ভাল মা-বাবা হওয়ার জন্য নিজেদের তৈরি করেছেন তাঁরা। একদিকে যেমন, হবু সন্তানের জন্য ঘর সাজিয়েছেন, অন্যদিকে পড়েছেন নানারকম বইপত্র। প্রস্তুতির মাঝেই রণবীরকে পাশে নিয়ে সাধ খেয়েছেন আলিয়া। দশমীর দিন আলিয়াকে সাধ খাইয়েছেন শাশুরি নীতু কাপুর।

 

[আরও পড়ুন: মালদহে মদ্যপানের আসরে প্রতিবেশীদের বচসা, ৪ জনকে ধারাল অস্ত্রের কোপ, মৃত ১]

সাধ অনুষ্ঠানের একমাসের মধ্যেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন বলিউড সুন্দরী আলিয়া। রবিবার সকালে সাতটা নাগাদ আলিয়াকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন রণবীর। সঙ্গে ছিলেন মা নীতু কাপুর, আলিয়ার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটও। ভরতি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement