Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

প্রথম হলিউড ছবিতেই উপেক্ষিত! ভক্তরা চটতেই মুখ খুললেন আলিয়া ভাট

'হার্ট অফ স্টোন'-এর ট্রেলারে আলিয়ার ক্ষণিকের উপস্থিতি দেখেই বিরক্ত ভক্তরা।

Alia Bhatt addresses reactions to her ‘short screen time’ in Heart of Stone trailer | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 18, 2023 5:02 pm
  • Updated:June 18, 2023 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ মাধ্যমের রবিবারোয়ারি পাতায় ট্রেন্ডিং আলিয়া ভাট। নেপথ্যে অবশ্য ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার। হলিউডি দুনিয়ায় হাতেখড়ি হলেও পয়লা ঝলকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে ভক্তরা চটেছেন ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলারে আলিয়ার ক্ষণিকের উপস্থিতি দেখে। অনেকের মতেই পশ্চিমী দুনিয়ায় উপেক্ষিত বলিউড অভিনেত্রী। এবার সেই প্রেক্ষিতেই হইচই শুরু হতেই মুখ খুললেন খোদ আলিয়া ভাট।

আড়াই মিনিটের ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই ম্যাজিক দেখিয়েছেন কাপুরবধূ। খলনায়িকার ভূমিকায় গ্যাল গ্যাডটকে রীতিমতো নাকানি চোবানি খাওয়াতে দেখা গেল আলিয়া ভাটকে! স্বল্প ঝলকেই ‘হার্ট অফ স্টোন’ হাতে বুঝিয়ে দিলেন পুরোটা ওলট-পালট করার মতো ক্ষমতা রাখেন তিনি। ‘হার্ট অফ স্টোন’-এ আলিয়ার চরিত্র যে বেশ গুরুত্বপূর্ণ, ট্রেলারেই তার ইঙ্গিত মিলল। তবে বলিউড অভিনেত্রীর এত স্বল্প উপস্থিতি দেখে নিরাশ হয়েছেন অনুরাগীরা। সেই প্রেক্ষিতেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন আলিয়া ভাট।

Advertisement

এপ্রসঙ্গে ‘গাঙ্গুবাই’ অভিনেত্রীর মন্তব্য, “হ্যাঁ, ভক্তরা তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। তবে আমি খুব একটা চিন্তিত নই। দিনের শেষে গল্পটাই আসল। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং তার চূড়ান্ত পর্যায়ে চরিত্রটা কীভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।”

[আরও পড়ুন: গ্যাল গ্যাডটকে নাকানি চোবানি খাওয়ালেন ‘ভিলেন’ আলিয়া! হলিউডে দুর্ধর্ষ হাতেখড়ি, দেখুন]

প্রসঙ্গত, চলতি বছর আগস্ট মাসের ১১ তারিখ নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘হার্ট অফ স্টোন’। এই ছবিতে গ্যাল গ্যাডটকে এক এজেন্টের ভূমিকায় দেখা যাবে। চরিত্রের নাম রাসেল স্টোন। বিশ্ব শান্তি বজায় রাখার দায়িত্বে থাকা এক এজেন্সির সদস্য তিনি। ‘হার্ট অফ স্টোন’ প্রজেক্টের ইনচার্জ তিনি। আচমকাই খোয়া যায় ‘হার্ট’। যার নেপথ্যের ষড়যন্ত্রকারী কেয়া ধাওয়ান ওরফে আলিয়া ভাট। সেখানেই কিস্তিমাত করেন আলিয়া। গ্যাল গ্যাডটের এজেন্সির সঙ্গে দর কষাকষিতে নামেন। তবে পয়লা ঝলকে ‘কাপুরবধূ’র এত কম উপস্থিতিতে বেজায় নিরাশ হয়েছেন আলিয়া ভাট।

[আরও পড়ুন: বিতর্কে ‘ঘি’! ‘রামের নাম বদনাম কোরো না…’, ‘আদিপুরুষ’কে কটাক্ষ কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement