Advertisement
Advertisement

Breaking News

Ali Fazal

‘ছেলে বলেই কি সব মেনে নিতে হবে?’ যৌন দৃশ্যে প্রবল আপত্তি আলি ফজলের

পুরুষদেরও তো অস্বস্তি হতে পারে, বক্তব্য অভিনেতার।

Ali Fazal talks about the importance of intimate scene coordinator | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 18, 2023 4:36 pm
  • Updated:September 18, 2023 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন দৃশ্যের শুটিংয়ে নারী-পুরুষের বিভেদ নিয়ে মুখ খুললেন আলি ফজল (Ali Fazal)। অভিনেতা জানান, এমন দৃশ্যে মহিলাদের নিয়ে সেটের মানুষজন বেশি চিন্তিত থাকেন। পুরুষদেরও যে অস্বস্তি হতে পারে তা কারও মাথায় আসে না।

Ali Fazal

Advertisement

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আলি বলেন, “এমনই এক অন্তরঙ্গ দৃশ্যের কথা আমি বলতে পারি, স্পষ্ট মনে আছে। নারী ও পুরুষের মধ্যে আচমকা যৌন মিলনের দৃশ্য শুট হওয়ার কথা ছিল। বিষয়টি চিত্রনাট্যে ছিল না। তা নিয়ে কোনও আলোচনাও হয়নি। আমি সেটে ঢুকতেই বুম! সবাই রেডি হয়ে গেল। যেন আগে থেকে সবাইকে বলে রাখা ছিল। আমি তাতে কামফরটেবল নই বলেই জানিয়েছিলাম।”

[আরও পড়ুন: ২০২৪-এর আগেই ভোটের মেজাজ, রাজনীতির ময়দানে মুখোমুখি রিচা-বরুণ, দেখুন কাণ্ড]

অভিনেতা জানান, এটা প্রথম ঘটনা ছিল না। আগে থেকে ভেবেই নেওয়া হয় যে পুরুষদের কোনও আপত্তি থাকতে পারে না। “ছেলে বলেই কি সব মেনে নিতে হবে? কেন ভেবে নেওয়া হয় যে পুরুষদের যৌন দৃশ্যের শুটিংয়ে কোনও আপত্তি থাকবে না?” প্রশ্ন তোলেন আলি।
আগামীতে, বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে রবি মোহনের চরিত্রে দেখা যাবে আলি ফজলকে। নতুন এই সিনেমায় তিনি ছাড়াও রয়েছেন তাব্বু, ওয়ামিকা গাব্বি, আশিষ বিদ্যার্থী।

সোমবারই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাচ্ছে তাব্বুকে। যার নাম কৃষ্ণা মেহরা। এজেন্সির মধ্যে রয়েছে এক বিশ্বাসঘাতক। কে সে? রবি মোহন নয়তো? এই প্রশ্নের উত্তর পেতে রবির গোটা পরিবারের উপর নজরদারি শুরু করে কৃষ্ণা ও তার দল। আগামী ৫ অক্টোবর থেকে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘খুফিয়া’।

[আরও পড়ুন: দেশভক্তি না বিশ্বাসঘাতকতা? টানটান রহস্য তাব্বু-আলির ‘খুফিয়া’য়, চমক আজমেরি হক বাঁধন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement