Advertisement
Advertisement
Al Pacino

৮৩ বছরে বাবা হয়ে ক্ষিপ্ত আল পাচিনো, প্রেমিকাকে ছাড়তে প্রাক্তনের শরণাপন্ন অভিনেতা!

এই বয়সে আর বাবার দায়িত্ব নাকি কিংবদন্তি হলিউড অভিনেতা পালন করতে চান না।

Al Pacino reportedly wants to end Noor Alfallah fling after baby’s birth | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 26, 2023 12:01 pm
  • Updated:June 26, 2023 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরাশি বছর বয়সে বাবা হয়েছেন। কিন্তু খুশি নন হলিউডের কিংবদন্তি অভিনেতার আল পাচিনো (Al Pacino)। উলটে হাঁটুর বয়সী প্রেমিকার উপর প্রবল অসন্তুষ্ট তিনি। বিয়ে করা তো দূর অস্ত ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাকে ছাড়তে চান তিনি। তার জন্য আবার নাকি প্রাক্তন প্রেমিকারই দ্বারস্থ হয়েছেন।

Al Pacino Noor

Advertisement

অতিমারী কালেই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন নূর আলফাল্লাহ ও আল পাচিনো। গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে পরিচয় করান হলিউড তারকা। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর। জানা যায়, অন্তঃসত্ত্বা নূর। প্রথমে শোনা গিয়েছিল, এই খবরে খুশি আলপাচিনো। কিন্তু পরে আবার শোনা যায়, হাঁটুর বয়সী প্রেমিকার সন্তান তাঁর কিনা, তা জানতে পিতৃত্বের পরীক্ষার প্রস্তাব দেন অভিনেতা।

[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না OTT প্ল্যাটফর্মগুলি! ‘সব ষড়যন্ত্র…’, তোপ ক্ষুব্ধ পরিচালকের]

এবার জল্পনা, ৮৩ বছর বয়সে বাবা হওয়ার জন্য একেবারেই তৈরি ছিলেন না আল পাচিনো। এই বয়সে আর বাবার দায়িত্ব তিনি পালন করতে চান না। তাঁর মনে হচ্ছে ২৯ বছরের প্রেমিকার সঙ্গে ফেঁসে গিয়েছেন। নূর যে অন্তঃসত্ত্বা তা নাকি ১১ সপ্তাহ পর্যন্ত আল পাচিনো জানতেনও না। এখন তিনি মনে করছেন তাঁকে প্রতারিত করা হয়েছে।

Al Pacino, 83, Welcomes A Baby Boy With Girlfriend Noor Alfallah| Sangbad Pratidin

শোনা যাচ্ছে, ২৯ বছরের নূরের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করতে চান আল পাচিনো। আর তার জন্য নাকি প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সাহায্য চেয়েছেন তিনি। ৭১ বছরের অভিনেত্রীর সঙ্গেও আল পাচিনোর বিয়ে হয়নি। কিন্তু তাঁদের অলিভিয়া এবং অ্যান্টন নামে দুই যমজ সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও ভাল বন্ধু আল পাচিনো ও বেভারলি। তাই বিপদের দিনে তাঁরই শরণাপন্ন হয়েছে ‘দ্য আইরিশম্যান’ তারকা।

[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement