সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) সংক্রমণ রুখতে মার্চের শেষ থেকে গোটা দেশজুড়ে জারি হয় লকডাউন (Lockdown)। তার ফলে থমকে যায় অর্থনীতি। তবে অর্থনীতির চাকাকে সচল করতে জুন থেকে ফের আনলক পর্যায়ের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। কিন্তু বলিউডে করোনা পূর্ববর্তী পরিস্থিতির মতো এখনও সেভাবে কাজ শুরু হয়নি। তার ফলে চূড়ান্ত আর্থিক কষ্ট সহ্য করেই দিন কাটাতে হচ্ছে কম আয়ের চলচ্চিত্রকর্মীদের। এবার সেই তালিকায় নাম জুড়ল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’র সহ-অভিনেতা কার্তিক সাহুর। পেট চালাতে বাধ্য হয়ে সবজি বিক্রি করছেন তিনি।
ছোট থেকেই বলিদুনিয়ায় নিজের জায়গা তৈরি করার সাধ ছিল কার্তিকের। তাই মাত্র সতেরো বছর বয়সেই ওড়িশার ছেলে বাণিজ্যনগরীর উদ্দেশে পাড়ি দেন। অনেক পরিশ্রম করেন। একটু একটু করে নিজের জায়গা তৈরি করেন কার্তিক। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বডিগার্ড’ ছবিতে কাজ করেন। ২০১৮ সালে একাধিক ছবিতে ছোট ছোট দৃশ্যে কাজ করেন। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’র মতো ছবিতেও সহ-অভিনেতা হিসাবে কাজ করেছেন কার্তিক।
জয়পুরে ছবির শুটিং সেরে ওড়িশায় নিজের বাড়িতে ফিরে যান অভিনেতা। ব্যস! তারপর থেকেই শুরু লকডাউন। প্রায় চার মাস ধরে সঞ্চিত টাকাতেই চালান তিনি। কথায় বলে, বিপদ নাকি একসঙ্গেই হয়। কার্তিকের জীবনেও ঘটল তাই। একে হাতে কাজ নেই তার উপর আবার পরিজনের অসুস্থতা। সিনে দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে দূরে সরিয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে কাজ খোঁজেন তিনি। কিন্তু এই সময়ে কে আর কাজ দেবে তাঁকে? তাই তা মেলেনি। বাধ্য হয়ে অর্থ রোজগারের আশায় সবজিই বিক্রি করতে শুরু করেন তিনি। এর আগে জাভেদ হায়দারও পেট চালাতে সবজি বিক্রি করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.