Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

‘টাকা দিলেই অক্ষয়ের নায়িকা’, খিলাড়ির নাম ভাঙিয়ে কাস্টিংয়ের ফাঁদ! পুলিশের জালে ১

বক্স অফিসে ভাঁটার মাঝেই এবার বিপাকে খিলাড়ি। তাঁর নাম ভাঙিয়ে কাস্টিংয়ের ফাঁদ!

Akshay Kumar's Production House Scammed by Fake Casting Agent, Mumbai Police Arrest Conman
Published by: Sandipta Bhanja
  • Posted:April 13, 2024 1:22 pm
  • Updated:April 13, 2024 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে খুড়িয়ে খুড়িয়ে চলছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। সিনেবিশেষজ্ঞদের কথায়, এবারেও হয়তো ব্লকবাস্টার অধরা থেকে যাবে অক্ষয় কুমারের (Akshay Kumar)। বক্স অফিসে ভাঁটার মাঝেই এবার বিপাকে খিলাড়ি! তাঁর নাম ভাঙিয়ে কাস্টিংয়ের ফাঁদ!

অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার নামে বড়সড় প্রতারণা চালাচ্ছিল জনৈক। টাকা দিলেই নাকি খিলাড়ির নায়িকা হওয়া যাবে কিংবা তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা যাবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো কাস্টিং এজেন্সি খুলে বসেছিল ওই ব্যক্তি। এবার হাতেনাতে ধরা পড়ল মুম্বই পুলিশের হাতে। সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম প্রিন্স কুমার সিনহা। ২৯ বছর বয়সি ওই যুবক পূজা আনন্দানী নামে এক সোশাল মিডিয়া ইন্সফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবং নিজেকে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর কর্মী হিসাবে পরিচয় দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ১০ বছরের তিক্ততা মিটল! ইদে সলমনের বাড়িতে ‘রাম’ রণবীর, ‘ব্লকবাস্টার’ খবরের অপেক্ষায় ভক্তরা]

শুধু তাই নয়, ওই মহিলাকে এও বলেছিলেন যে নির্ভয়া মামলার উপর একটি সিনেমা তৈরি করা হচ্ছে। যেখানে পূজাকে কাজ দেওয়া হবে। সেই সিনেমার প্রলোভন দেখিয়ে সে মেয়েটিকে জুহুতে ডেকে তাঁর সঙ্গে দেখা করে। দু’জনেরই প্রথম দেখা হয়েছিল একটি কফি শপে। শুধু তাই নয়, তিনি মেয়েটিকে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের ফটোগ্রাফারের সঙ্গেও দেখা করিয়েছিলেন বলে অভিযোগ। ওই ব্যক্তিও যদিও ভুয়ো। যদিও সেই প্রতারণায় ফাঁদ পা দেননি পূজা আনন্দানী। তিনি সোজা মুম্বইয়ের জুহু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপরই ঝুলি থেকে বেড়িয়ে পড়ে বিড়াল। অক্ষয়ের নাম করে ভুয়ো কাস্টিং এজেন্সি চালানো ওই যুবককে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। যদিও এই প্রতারণা জাল চলাকালীন এইসমস্ত বিষয়ে ঘুণাক্ষরেও জানতে পারেননি খিলাড়ি কুমার নিজে।

[আরও পড়ুন: ভোটের জন্য কাজলের সঙ্গে কাজ হাতছাড়া রুদ্রনীলের! নতুন ছবির জন্য ডাকলেন অজয় দেবগন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement