Advertisement
Advertisement
Bachchan Pandey

ফের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অক্ষয়, চমকে দিলেন ‘বচ্চন পাণ্ডে’র নতুন লুকে

কবে মুক্তি পাবে ছবিটি? জেনে নিন।

Akshay Kumar's posted his Bachchan Pandey look on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 23, 2021 10:54 pm
  • Updated:January 23, 2021 10:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাল ভরতি কাঁচাপাকা দাড়ি। নষ্ট একটি চোখ নিয়ে তীক্ষ্ণ চাহনি। মাথায় বাঁধা ফেট্টি। গলায় একগুচ্ছ হার। ফের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ লুকে অক্ষয় কুমার (Akshay Kumar)। শনিবারই প্রকাশ করলেন ‘বচ্চন পাণ্ডে’র (Bachchan Pandey) নতুন লুক। ক্যাপশনে জানিয়ে দিলেন ছবির মুক্তির তারিখও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

Advertisement

[আরও পড়ুন: ‘হ্যালো ৩’ ওয়েব সিরিজ রিভিউ: অকারণ গল্প টেনে দর্শকদের বিরক্তই করলেন পরিচালক]

২০২২ সালের ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’। সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ফারহাদ শামজি (Farhad Samji)। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন কৃতী স্যানন (Kriti Sanon), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিং, সহর্ষ কুমার শুক্লা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

২০২০ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে নতুন মুক্তির দিন হিসেবে ২০২১ সালের ২২ জানুয়ারি দিনটিকে বাছা হয়। কিন্তু নিজের ‘লাল সিং চড্ডা’র জন্য সেই দিনটিও পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান আমির খান (Aamir Khan)। কিন্তু কোভিডের (COVID-19) কারণে সমস্ত হিসেব পালটে যায়। ‘লাল সিং চড্ডা’, ‘বচ্চন পাণ্ডে’ – দু’টি সিনেমার শুটিংই ব্যাহত হয়। পরে নিউ নর্মালে শুটিং শেষ করেন আমির। নতুন বছরের ৬ জানুয়ারি ‘বচ্চন পাণ্ডে’র শুটিং শুরু হয়। লখনউ থেকে ‘অতরঙ্গি রে’র শুটিং শেষ করেই নতুন ছবির শুটিং শুরু করেছিলেন অক্ষয়। চলতি বছরের তাঁর মুক্তির তালিকায় রয়েছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ (Sooryavanshi), রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ এবং চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)। ‘অতরঙ্গি রে’ও চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: মুক্তিযুদ্ধের অজানা কাহিনি কতটা তুলে ধরতে পারল ‘রূপসা নদীর বাঁকে’? পড়ুন রিভিউ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement