Advertisement
Advertisement
Akshay Kumar

ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়

বাংলার রানিগঞ্জের কয়লাখনি নিয়ে ছবি। নামবদলে মোশন পোস্টার নিয়ে এলেন 'মোদী-ভক্ত' অভিনেতা।

Akshay Kumar's film title changed amid India-Bharat debate | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2023 7:14 pm
  • Updated:September 6, 2023 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল যে, বাংলার রানিগঞ্জের কয়লাখনিতে ১৯৮৯ সালে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। যেখানে মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সেই সিনেমার নাম গোড়ায় ‘ক্যাপসুল গিল’ রাখা হলেও পরে পরিবর্তন করে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ রাখা হয়। তবে এবার ইন্ডিয়া-ভারত নাম তরজার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে আবারও ছবির নাম বদলালেন অক্ষয় কুমার।

‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ বদলে ছবির নাম হয়ে গেল- ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ (Mission Raniganj: The Great Bharat Rescue)। প্রসঙ্গত, জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ তেকেই দেশের নামবদলের জল্পনার সূত্রপাত। মোদি সরকারের যে সিদ্ধান্তে সহমত হতে পারেনি বিরোধী শিবির। এবার ‘ইন্ডিয়া’ নাম নিয়ে যখন তোলপাড় ভারতের রাজ্য-রাজনীতি! তখন সেই তরজার মাঝেই নিজের ছবির নামে ‘ইন্ডিয়া’ শব্দটি বদলে ‘ভারত’ করে দিলেন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি সিনেমার নতুন নামকরণের পোস্টার শেয়ার করতেই নেটপাড়ার একাংশের ধারণা, ‘মোদি সরকারকে তৈলমর্দন করতেই হয়তো অক্ষয় কুমারের এমন সিদ্ধান্ত।’ প্রকাশ্যে নিয়ে এলেন ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ ছবির মোশন পোস্টারও। ইনস্টাগ্রামের ক্যাপশনে লিখলেন- ভারতের প্রকৃত হিরোদের কথা জানুন। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে অক্ষয়ের এই ছবি। 

Advertisement

উল্লেখ্য, ১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর ত্রাতা হয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং। তার চরিত্রেই দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবিতেই থাকবেন একজন বাঙালি অভিনেতা, অভিজিৎ লাহিড়ী। আসানসোলের স্টেশন মাস্টারের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ ছবিতে থাকছেন পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্র, রবি কিষেণ, দিব্যেন্দু ভট্টাচার্য, মুকেশ ভাট, রাজেশ শর্মার মতো একাধিক অভিনেতা।

[আরও পড়ুন: ‘কালা জাদু জানি…’, দেশের নাম বদলে ‘ভারত’ হবে? ২ বছর আগেই ভবিষ্যদ্বাণী কঙ্গনার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

প্রসঙ্গত, শেক্সপীয়র অনেক আগেই বলেছিলেন-‘নামে কী আসে-যায়?’…। এবার ভারতের নাম নিয়েই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা তুঙ্গে! রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জি-২০ সম্মেলন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রতিক্রিয়া দিয়েছেন অমিতাভ বচ্চন থেকে কঙ্গনা রানাউত। এবার অক্ষয় কুমার রাতারাতি নিজের সিনেমা নাম বদলে ফেললেন।

[আরও পড়ুন: ভুতুড়ে ছবির প্রচারের আগেই ধুম জ্বর কঙ্গনার! ‘কুনজরের’ ভয়ে সিঁটিয়ে নায়িকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement