Advertisement
Advertisement

Breaking News

83 release

আবারও পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ ও ‘৮৩’ ছবির মুক্তির তারিখ, কবে আসবে সিনেমা হলে?

সিনেমা হল খোলার পরও কেন দেরি?

Bangla News of New bollywood release: Akshay Kumar's Sooryavanshi, Ranveer Singh starrer 83 release delayed again | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 5, 2020 5:48 pm
  • Updated:November 5, 2020 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকএন্ডের আগেই (বৃহস্পতিবার) খুলে গিয়েছে মুম্বইয়ের সিনেমা হলগুলি। এবার তাহলে আটকে থাকা বিগ বাজেট সিনেমাগুলি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। বড়পর্দায় কপিল দেবের (Kapil Dev) ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে (Ranveer Singh), কিংবা ডিসিপি বীর সূর্যবংশীর চরিত্রে অক্ষয় কুমারের (Akshay Kumar) দর্শন মিলবে। এমনটাই আশা করছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু চলতি বছরে অবশ্য সিনেপ্রেমীদের এই দুই আশা পূরণ হচ্ছে না। একটু সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের খবর মানলে এমনটাই হতে চলেছে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে না ‘৮৩’ (83 Movie)। মুক্তি পাবে না ‘সূর্যবংশী’ও (Sooryavanshi)।

চলতি বছরের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ‘সূর্যবংশী’র। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ক্যামিও চরিত্রে সিংহম এবং সিম্বা হিসেবে দেখা যাবে অজয় দেবগন (Ajay Devgan) এবং রণবীর সিংকে। কবীর খান (Kabir Khan) পরিচালিত ‘৮৩’ ছবিতে স্ত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। সে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু করোনা (CoronaVirus) পরিস্থিতির জন্য দু’টি ছবিরই মুক্তি আটকে যায়। তারপর একাধিক ছবি ডিজিটাল রিলিজের পথে হেঁটেছে। যার মধ্যে সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’, অনু মেননের ‘শকুন্তলা দেবী’র মতো বিগ বাজেট ছবিও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবার নাম ভাঙিয়ে নাটকে চান্স পায়’, কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ সৌমিত্রকন্যা পৌলমী]

কিন্তু ‘৮৩’ ও ‘সূর্যবংশী’র অন্যতম প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের (Reliance Entertainment) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। সিনেমা হলেই মুক্তি পাবে সিনেমা দু’টি। এমতাবস্থায় চলতি বছরের বড়দিন ‘৮৩’র মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়। উইকিপিডিয়াতেও সেই তথ্যই রয়েছে। তবে সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের দাবি রিলায়েন্সের পক্ষ সিইও শিবাশিস সরকার তাদের জানিয়েছেন, চলতি বছরে ছবি দু’টির রিলিজ সম্ভব নয়। বড়দিনে আর খুব বেশি দেরি নেই। এই অল্প সময়ে ছবির মার্কেটিং ক্যাম্পেন পরিকল্পনা করা সম্ভব নয়। সেই কারণেই পরের বছর ছবির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি এবং এপ্রিলে দু’টি ছবির নতুন মুক্তির তারিখ ঠিক করা হবে।

[আরও পড়ুন: এবার হলিউডে পা রাখতে চলেছেন হৃতিক রোশন! কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement