Advertisement
Advertisement
Akshay Kumar

অক্ষয়ের পা ছোঁয়ার চেষ্টা, যুবককে ছুঁড়ে মাটিতে ফেলল নিরাপত্তারক্ষীরা, ভাইরাল ভিডিও

চোখের সামনে এই ঘটনা দেখে কী করলেন অক্ষয়?

Akshay Kumar's bodyguards reportedly push fan to ground | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 20, 2023 12:50 pm
  • Updated:February 20, 2023 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে অক্ষয় কুমার (Akshay Kumar)। একটিবার যদি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়। এই ছিল ভক্তের ইচ্ছে। ব্যারিকেড টপকে প্রিয় তারকার কাছে চলেও গিয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে এক ধাক্কায় ফেলে দিল মাটিতে। এমনই ঘটনা ঘটেছে দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

Akshay-Emraan

Advertisement

আগামী শুক্রবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে অক্ষয় কুমার ও ইমরান হাসমি অভিনীত ছবি ‘সেলফি’। তার প্রচারেই দিল্লির এক কলেজে গিয়েছিলেন অক্ষয়। বলিউডের খিলাড়িকে দেখতে ভিড় উপচে পড়ে। ব্যারিকেড দিয়ে ভিড়কে আটকানো হয়। এমন পরিস্থিতিতে অক্ষয় ঘটনাস্থলে পৌঁছান। তাঁকে দেখেই এক যুবক ব্যারেকেড টপকে ভিতরে ঢুকে পড়েন। অক্ষয়ের পা ছোঁয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ছুঁড়ে মাটিতে ফেলে দেন।

[আরও পড়ুন: জন্মদিনে লাস্যময়ী মনামী, কালো মনোকিনি পরে জলের মধ্যেই কাটলেন কেক!]

এমন পরিস্থিতি দেখে অক্ষয় নিজে বিষয়টি সামলাতে এগিয়ে আসেন। নিরাপত্তারক্ষীদের তিনিই বাধা দেন। যুবককে তুলে নিজের কাছে টেনে নেন অক্ষয়। তারপর স্টেজের দিকে এগিয়ে যান। তারপরও অবশ্য ভিড় সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল নিরাপত্তারক্ষীদের। সঞ্চালিকা পর্যন্ত ভিড়কে নিয়ন্ত্রণে থাকার কথা বলতে বাধ্য হচ্ছিলেন।

Akshay Kumar

উল্লেখ্য, ‘সেলফি’ ছবিতে এমনই এক সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। আর সেই তারকার সঙ্গেই একটি সেলফি তুলতে চান ইমরান হাসনি (Emraan Hashmi) ও তাঁর ছেলে। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কী কী কাঠখড় পোড়াতে হবে বাবা ও ছেলেকে, সেই গল্প ধরেই এগোবে ছবি। ‘যুগ যুগ জিও’ খ্যাত পরিচালক রাজ মেহতার হাত ধরে এই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন অক্ষয় ও ইমরান।

Akshay Kumar and Emraan Hashmi statter film Selfiee trailer out | Sangbad Pratidin

[আরও পড়ুন: সত্যিই কি ‘পাঠান’-এর ভয়ে পিছিয়ে দেওয়া হয়েছে ‘শেহজাদা’র মুক্তি? জবাব দিলেন কার্তিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement