সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’র শুটিং ফ্লোরে চিতাবাঘের হামলা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পরে এই ছবির মেকআপ আর্টিস্ট তাঁর এক বন্ধুকে হোটেলের উদেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে মেকআপ আর্টিস্টের উপর। চিতাবাঘের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে আপাতত হাসপাতালে ভরতি।
হাসপাতালের বিছানায় শুয়ে আহত মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফেরে তখন হাসপাতালের বিছানায়। খবর অনুযায়ী, এখনও বেশ কয়েকদিন তাঁকে রাখা হবে হাসপাতালে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি।
জানা গিয়েছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন। শোনা যাচ্ছে, যেহেতু টাইগার ও অক্ষয় জুটি তাই পরিচালক আব্বাস অ্য়াকশনকেই বেশি গুরুত্ব দেবেন ছবিতে। আগামী বছরের প্রথম দিকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। তবে অক্ষয় ও টাইগার ছাড়া আর কারা অভিনয় করবেন, তা এখনও ফাঁস করতে চাইছেন না পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.