Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

ফের একফ্রেমে অক্ষয়-পরেশ-গোবিন্দা! আসছে ‘ভাগম ভাগ ২’

কবে আসছে এই ছবি?

Akshay kumar will join Bhagam Bhag-2
Published by: Akash Misra
  • Posted:November 9, 2024 9:12 am
  • Updated:November 9, 2024 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বক্স অফিসে এখন দুটো বিষয়ই চলছে। এক হল, ভূত আর হল কমেডি। আবার এই দুই বিষয় মিশে গেলে তো কথাই নেই। তার হাতে গরম প্রমাণ ‘স্ত্রী ২’ এবং ‘ভুলভুলাইয়া ৩’। তবে অক্ষয় কুমার, তাঁর প্ল্যানিং থেকে ভূতকে সরালেন, রাখলেন কমেডিকেই। আর কমেডিকে এগিয়ে রাখবেন নাই বা কেন? তাঁর ঝুলিতে এবার পরেশ রাওয়াল ও গোবিন্দা! ভাবছেন এ কেমন কাণ্ড?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউড তথ্য বলছে, সম্প্রতি অক্ষয় কুমার নাকি ২০০৬ এ মুক্তি প্রাপ্ত সুপারহিট কমেডি ছবি ‘ভাগম ভাগ’-এর কপিরাইট কিনেছেন। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনাতেই নাকি তৈরি হবে এই ‘ভাগম ভাগ ২’। ইতিমধ্য়েই নাকি চিত্রনাট্য লেখা শেষ। এমনকী, প্রাথমিক কথা হয়ে গিয়েছে গোবিন্দা ও পরেশ রাওয়ালের সঙ্গে। সব কিছু যদি ঠিক থাকে, তাহলে নাকি আগামী বছরের শুরুর দিকেই পরেশ, গোবিন্দা ও অক্ষয়কে নিয়ে ছবির শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, এর মাঝে অক্ষয় নাকি হেরা ফেরি নতুন সিক্যুয়েলের কথাও ভাবছেন। তবে যাই হোক, আগামী কয়েক বছরে যে সিনেপ্রেমীরা, বলিউডের আইকোনিক কমেডি ছবির সিক্য়ুয়েল দেখতে পাবেন সেটাই আশার খবর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ”বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। না হলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement