সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮২ মিটার উচ্চতা। ৩ হাজার কোটি টাকায় নির্মিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। বিশ্বের সবথেকে উঁচু মূর্তির পালক জুড়েছে এর মুকুটে। যা কিনা স্ট্যাচু অফ লিবার্টির রেকর্ডকেও টেক্কা দিয়ে ফেলেছে। আজ্ঞে, বিশ্বের সবথেকে উঁচু মূর্তি রয়েছে ভারতেই। নরেন্দ্র মোদির উদ্যোগেই বাস্তবায়িত হয়েছে এই প্রজেক্ট। আর সেই প্রেক্ষিতেই চব্বিশের লোকসভা ভোটের আগে বড় চমক দিতে চলেছে মোদি সরকার।
‘স্ট্যাচু অফ ইউনিটি’ যা কিনা একতার প্রতীক বলেই পরিচিত, সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মূর্তি নিয়েই এবার তথ্যচিত্র তৈরি হয়েছে। পরিচালনায় স্বনামধন্য বলিউড পরিচালক আনন্দ এল রাই। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে ফুটে উঠবে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ নির্মানের নেপথ্যের কাহিনি। আর সেই ডকুমেন্টরিতেই বিশেষ ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার।
বলিউড সুপারস্টার জানিয়েছেন, “‘স্ট্যাচু অফ ইউনিটি: একতা কা প্রতীক’-এর অংশ হওয়া আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। এটি প্রতিটি ভারতবাসীর একতাবোধকে সম্মান জানানোর জন্যই। সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব আমাদের বরাবর অনুপ্রাণিত করেছে।”
কোন ভূমিকায় দেখা যাবে বলিউড খিলাড়িকে? বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর তথ্যচিত্রের উপস্থাপনায় অক্ষয় কুমারকে দেখা যাবে। অভিনেতা বরাবরই গেরুয়া শিবির ঘনিষ্ঠ। দিন কয়েক ধরেই জল্পনা, বলিউড খিলাড়ি নাকি বিজেপির টিকিটে দিল্লির চাঁদনীচক থেকে লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন! যদিও সেই জল্পনাকে ভুয়ো বলেই দাবি করেছেন অভিনেতার ঘনিষ্ঠবৃত্ত। তবে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ তথ্যচিত্রে উপস্থাপকের ভূমিকায় ধরা দিতেই নেটপাড়ায় ফের মোদি সরকারের তাবেদারির অভিযোগ উঠেছে অক্ষয়ের বিরুদ্ধে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.