Advertisement
Advertisement

Breaking News

'Bade Miyan Chote Miyan' teaser

‘প্রলয়ে ধ্বংস হবে ভারত’, দেশ বাঁচাতে মরিয়া অক্ষয়-টাইগার! ‘বড়ে মিঞা, ছোটে মিঞা’র টিজারে বড় চমক

কবে মুক্তি পাবে এই ছবি?

Akshay Kumar, Tiger's next is all about action| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 25, 2024 3:23 pm
  • Updated:January 25, 2024 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের নতুন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (Bade Miyan Chote Miyan) হচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার অ্যাকশনে ভরপুর ভিডিওয় জুটি হিসেবে সামনে এলেন দুই তারকা।

হেলিকপ্টারের মাধ্যমে শত্রু পক্ষের ডেরায় ঢুকতে দেখা যাচ্ছে টাইগার শ্রফকে (Tiger Shroff)। তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ। তখনই এন্ট্রি নেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) । নতুন ‘বড়ে মিঞা, ছোটে মিঞা’ যে অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে তার প্রমাণ এই টিজারে। আর এই ছবির সবচেয়ে বড় চমক খলনায়কের চরিত্রে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের? ]

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, এতে ভরপুর অ্যাকশন থাকছে।

জানা গিয়েছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন। ছবিটির প্রযোজনা করবেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি। ২০২৪ এর ইদে মুক্তি পাবে এই ছবি। 

[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement