Advertisement
Advertisement
Akshay Kumar Swachhata Abhiyan

মোদির স্বচ্ছ ভারত অভিযানে বিদেশের সৈকত সাফাই অক্ষয়ের, শুনলেন ‘ওভার অ্যাক্টিং’ কটাক্ষ

বিদেশের সমুদ্র সৈকতে আবর্জনা পরিষ্কার 'বলিউড খিলাড়ি'র।

Akshay Kumar supports PM Narendra Modi's Swachhata Abhiyan, got trolled | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 1, 2023 8:59 pm
  • Updated:October 1, 2023 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবারের মতো এবারেও নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে (Swachhata Abhiyan) সাড়া দিয়ে সাফাই অভিযানে নেমেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতাকে দেখা গেল, সমুদ্র সৈকতের গুটিকয়েক আবর্জনা পরিষ্কার করতে। আর সেই ছবি দেখেই রে রে করে উঠল নেটপাড়ার নিন্দুকদের একাংশ।

পরনে সাদা শার্ট। কালো হাফ প্যান্ট। হাতে পেল্লাই সাইজের ঝাড়ু নিয়ে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আবর্জনা একজায়গায় করতে দেখা গেল অক্ষয় কুমারকে। আর সেই ছবি শেয়ার করে ‘বলিউড খিলাড়ি’ ক্যাপশনে লিখেছেন, “শুধু শরীর পরিষ্কার, পরিচ্ছন্ন রাখলেই হয় না। এটা যার যার মনের বিষয়। দেশের থেকে বাইরে থাকলেও স্বচ্ছ ভারত অভিযান থেকে বিরত থাকতে পারলাম না। তাই আমি বলব, যেখানেই থাকুন না কেন, অন্তত নিজের জায়গাটুকু পরিষ্কার রাখার চেষ্টা করুন। সেইসঙ্গে মনকেও বিশৃঙ্খলা মুক্ত রাখুন।”

Advertisement

আর সেই ছবি দেখেই নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘যত্তসব ওভার অ্যাক্টিং’। কারও বা কটাক্ষ, ‘এই অতিরঞ্জিত অভিনয়ের জন্য ৫০ টাকা কাটা হোক।’ কেউ বা আবার গুটখার বিজ্ঞাপন করা নিয়েও কটুক্তি করলেন অক্ষয়কে। বললেন, ‘একদিকে স্বচ্ছ ভারত অভিযান করছেন, অন্যদিকে আবার গুটখার বিজ্ঞাপন!…’

[আরও পড়ুন: ‘নষ্ট বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে তাল মেলাবেন না’! সতর্কবাণী শুনেই ‘কৌশলী’ জবাব কঙ্গনার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

প্রসঙ্গত, রবিবার স্বচ্ছ ভারতের লক্ষ্যে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মজয়ন্তীর আগের দিন সকালে দেশকে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে ময়দানে নামতে দেখা গেল তাঁকে। প্রায় ঘণ্টা খানেক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মোদি। সেই ভিডিও নিজেই এক্স হ্যান্ডেলে পোস্টও করলেন। ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ, ভারতের লক্ষ্য স্বচ্ছতা।” আর বিদেশ থেকেই সেই মোদির (PM Narendra Modi) অভিযানে অংশ নিলেন অক্ষয় কুমার।

[আরও পড়ুন: চলন্ত নাগরদোলা থেকে ঝাঁপ, ৬ ফিটের লং জাম্প! দুর্ধর্ষ ফিটনেস মন্ত্র জানালেন ‘উড়ন্ত’ আবির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement