Advertisement
Advertisement

Breaking News

মেয়ের আবদার মেটাতে কী করলেন অক্ষয়? দেখুন ভিডিও

পোস্ট করলেন মেয়ের সঙ্গে তাঁর সেরা মুহূর্তের ভিডিও।

Akshay Kumar shares adorable video on daughter Nitara’s B-day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2017 2:43 pm
  • Updated:October 27, 2020 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সেপ্টেম্বর মাসটা একটু বেশিই স্পেশ্যাল অক্ষয় কুমারের কাছে। কারণ এই মাসেই তিনি ও তাঁর স্ত্রী টুইঙ্কল পেয়েছেন তাঁদের দুই অমূল্য রতন, তাঁদের ছেলে আরভ ও মেয়ে নিতারাকে। কিছুদিন আগেই ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন অক্ষয়। এবার মেয়ের জন্মদিনেও একটি ছোট্ট ভিডিও টুইটারে শেয়ার করেন অক্ষয়। পাঁচ বছর পূর্ণ করল তাঁদের মেয়ে নিতারা। আর নিতারার পাঁচ বছরের জন্মদিন একটু বেশিই স্পেশ্যাল অক্ষয়ের গোটা পরিবারের কাছে। তাই জন্মদিনের সকালেই মেয়ের সঙ্গে একটা মিষ্টি ভিডিও টুইটারে আপলোড করেন অক্কি। যেখানে নিতারা যত্নসহকারে তার বাবার গালে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। এবং এটা শুধু একদিন নয়, প্রতিদিনই নিতারা এরকম করে থাকে তার বাবার সঙ্গে। এটাই অক্ষয়ের কাছে দিনের সেরা সময়। কারণ এই একটা মুহূর্ত তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। সারাজীবন এই মুহূর্তটা ধরে রাখতে চান অক্কি। তাঁর একটাই আবদার, তাঁর ছোট্ট রাজকুমারী কখনও যেন বড় না হয়, সারাজীবন যেন এরকমই থাকে।

[ধর্ষণ মামলায় বেকসুর খালাস ‘পিপলি লাইভ’-এর পরিচালক]

অক্ষয়ের সেই ভিডিও শেয়ার করেন টুইঙ্কেলও। তিনিই জানান পাঁচ বছর পূর্ণ করল নিতারা।

১৫ সেপ্টেম্বর তাঁদের ছেলে ১৬-য় পা দিল আর তার দশদিন পরেই পাঁচ কমপ্লিট করল মেয়ে। প্রায়ই ছেলে মেয়েকে নিয়ে সময় কাটানোর ছবি আপলোড করে থাকেন অক্ষয়। সেখানে মেয়ের জন্মদিনে যে বিশেয কিছু শেয়ার করবেন তিনি সেটাই প্রত্যাশিত।
akshaykumarnitarakhanna1

[জ্যাকলিনের গাড়িতে পোশাকবিহীন অবস্থায় বরুণ, ফাঁস ভিডিও]

twinkle-khanna-nitara-akshay-kumar

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement