Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar Twinkle Khanna

‘আর কতবার পর্দায় দেশ বাঁচাবে?’, অক্ষয়ের দেশাত্মবোধক সিনেমা নিয়ে খোঁচা স্ত্রী টুইঙ্কলের!

অক্ষয়ের দেশপ্রেমের সিনেমা নিয়ে ব্যঙ্গ খোদ স্ত্রী টুইঙ্কলের। ফাঁস করলেন খোদ খিলাড়ি।

Akshay Kumar Says Twinkle Khanna Teases Him For His Patriotic Films
Published by: Sandipta Bhanja
  • Posted:March 7, 2025 7:23 pm
  • Updated:March 7, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে দেশাত্মবোধক সিনেমা হলেই ডাক পড়ে অক্ষয় কুমারের (Akshay Kumar)। রগরগে অ্যাকশনের বাইরে তাঁর একাধিক দেশপ্রেমের গাথায় পর্দায় দেখা গিয়েছে খিলাড়িকে। ‘মিশন মঙ্গল’, ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে ফিল্মি কেরিয়ারে এহেন অনেক সিনেমায় অভিনয় করেছেন অক্ষয়। আর সেই প্রসঙ্গ টেনেই নাকি বাড়িতে স্ত্রী টুইঙ্কল খান্নার কাছে খোঁটা শুনতে হয় তাঁকে। লেখিকা-অভিনেত্রী নাকি মাঝেমধ্যেই খোঁচা দিয়ে স্বামী অক্ষয়কে প্রশ্ন ছোড়েন, “পর্দায় আর কতবার দেশকে বাঁচাবে তুমি?”

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে নিজেই স্ত্রী রসিকতার কথা ফাঁস করেছেন অক্ষয় কুমার। অভিনেতার জানিয়েছেন, নিজস্ব প্রযোজনা সংস্থা খোলার পর থেকে একাধিক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন ফেলেছেন তিনি। অক্ষয়ের মন্তব্য, “আর সেই প্রসঙ্গ টেনেই আমার স্ত্রী আমার সঙ্গে রসিকতা করেন। টুইঙ্কল বলেন- আর কতবার দেশকে বাঁচাবে তুমি?” কেন দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করা এত উপভোগ করেন অভিনেতা? সেই উত্তরও দিয়েছেন। খিলাড়ির কথায়, “আমরা অনেকেই এরকম অনেক হলিউড সিনেমা দেখেছি, যেখানে গোটা বিশ্ব কখনও সন্ত্রাসবাদের জন্য সন্ত্রস্ত আবার কখনও এলিয়েনের কবলে আবার কখনও বা মহাজাগতিক কোনও কাণ্ড ঘটেছে। এই সিনেমাগুলিতে প্রশ্ন একটাই- এই বিপদ থেকে রক্ষা করবে কে? আমেরিকা। তাই আমি ভাবি, আমেরিকাই যদি সব কাজ করে ফেলে, তাহলে ভারতের জন্য পড়ে থাকবেটা কী? আমরা তো জানি আমাদের ভারত কী করতে পারে?”

পর্দায় শেষ ‘স্কাই ফোর্স’ ছবিতে দেশপ্রেমিক সেনা জওয়ানের অবতারে দেখা গিয়েছে। অক্ষয় বললেন, “আমি জানি এই ধরনের সিনেমাগুলো হয়তো বেশি ব্যবসা করে না। কারণ মানুষ পর্দায় বিনোদনমূলক কন্টেন্ট দেখতেই পছন্দ করেন। কিন্তু আমি দেশাত্মবোধক ছবি করি কারণ আমার মন তাতে সায় দেয়। আর আমি ভবিষ্যতেও আমার দেশের গর্বের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলব। আরেকটি ভালো বিষয় হল, প্রেক্ষাগৃহে রিলিজের পর ওয়েব প্ল্যাটফর্মেও দর্শকরা এই ছবিগুলো দেখার সুযোগ পান।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement