Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

সানি দেওলের দুর্দিনে ‘ত্রাতা’ অক্ষয় কুমার! বাংলোর ৫৬ কোটির ধার মেটালেন? জানুন সত্যিটা

সানি দেওলের বাংলোর ঋণ মেটালেন অক্ষয় কুমার? মুখ খুললেন 'খিলাড়ি'র মুখপাত্র।

Akshay Kumar Saves Sunny Deol's Home From Being Auctioned? here's truth | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 21, 2023 4:10 pm
  • Updated:August 21, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দুঃসময়ে ত্রাতা হয়ে উঠেছেন অক্ষয় কুমার। এমনকী, দেশের বিভিন্ন রাজ্যের দুর্যোগেও কোটি কোটি টাকা ত্রাণ অনুদান গিয়েছে খিলাড়ির কাছ থেকে। অভিনেতার এমন সহৃদয়বাণ অবতার অনেকেরই চেনা। এবার শোনা যাচ্ছে, তিনি নাকি সানি দেওলের দুর্দিনে ত্রাতা হয়ে এগিয়ে এসেছেন। ৫৬ কোটি টাকার ঋণে ডুবে থাকা ‘গদর’ অভিনেতাকে সাহায্যের হাত বাড়িয়েছেন। শুধু তাই নয়, ব্যাংকের নিলামের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সত্যিই কি তাই? এপ্রসঙ্গে মুখ খুললেন ‘খিলাড়ি’র মুখপাত্র।

প্রসঙ্গত, ‘গদর ২’ সাফল্যের মাঝেই যেন সানি দেওলের মাথায় বজ্রাঘাত পড়েছিল রবিবার! ঋণ শোধ করতে না পারায় অভিনেতার সাধের জুহু বাংলো নিলামে তোলার এক নোটিশ সংবাদপত্রে ফলাও করে বের করেছিল জনপ্রিয় বেসরকারি ব্যাংক। সেই বিজ্ঞাপন দেখে অনুরাগীদের চক্ষু চড়কগাছ হতেই শোরগোল। যদিও ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই পালটা সংশোধনী প্রকাশ করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল ব্যাংক। নোটিশ প্রত্যাহারও করেছে। তবে শোনা যাচ্চে, এই পুরো বিষয়টার নেপথ্যেই নাকি অক্ষয় কুমার।

Advertisement

[আরও পড়ুন: ‘গদর ২’ সাফল্যেই ঋণ মকুব? নিলাম হচ্ছে না সানি দেওলের বাংলো! পালটা ড্যামেজ কন্ট্রোল ব্যাংকের]

বলিউডের বেশ কিছু সংবাদমাধ্যম রবিবার রাতের দিকে দাবি করেছিল যে, এই ঘটনার পরই নাকি অক্ষয় কুমার সানি দেওলের সঙ্গে দেখা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপাতত তিনি ব্যাংকের যাবতীয় ঋণ শোধ করে দেবেন। পরবর্তীতে সানি তাঁকে সেই টাকা মিটিয়ে দেবেন। অক্ষয় কুমারের মাহাত্ম্যা প্রচার করে এমনই খবর রটানো হয়েছে! সেই ঘটনা চাউর হতেই মুখ খুললেন অক্ষয় কুমারের মুখপাত্র। সাফ জানিয়ে দিলেন, “এটা রটনা। ভুয়ো খবর ছাড়া কিছুই নয়। অক্ষয় কুমার এরকম কোনও প্রতিশ্রুতি দেননি।”

[আরও পড়ুন: ‘OMG 2’ সাফল্যের মাঝেই প্রিয়জনকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, শুটিং ছেড়ে ছুটলেন গ্রামে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement