সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশদের বিরুদ্ধে বহু রক্তক্ষয়ী বিপ্লবের পর এসেছিল কাঙ্খিত স্বাধীনতা। আর সেই স্বাধীন ভারতের গৌরব, মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, বিদেশি শক্তির চোখ রাঙানি থেকে দেশকে রক্ষা করতে দিনরাত পাহারা দিচ্ছেন ভারতের বীর জওয়ানরা। সীমান্তের অতন্দ্র প্রহরীদের উপস্থিতিতেই শান্তিতে ঘুমাতে যান দেশবাসী। দেশসেবায় অঙ্গীকারবদ্ধ সেই সেনারা দিনের পর দিন বাড়ি, পরিবার, বাবা-মা, স্ত্রী-সন্তান, প্রিয়জনদের থেকে দূরে থাকেন। আজ স্বাধীনতা দিবসে (Independence Day) তাঁদের সেই আত্মত্যাগকেই স্মরণ করেছেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। আবেগঘন একটি ভিডিও পোস্ট করে বার্তা দিয়েছেন, সেনা পরিবারের পাশে থাকার।
Paid my respects to Captain Vikram Batra & all other Fauji heroes in Delhi
Truly had an emotional moment there! Standing in front of his statue, remembering his sacrifice & of 527 other war martyrs…
Happy Independence Day
pic.twitter.com/2Olj4YLyMR
— Sidharth Malhotra (@SidMalhotra) August 15, 2021
View this post on Instagram
দেশজুড়ে আজ পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। কাশ্মীর থেকে কন্যাকুমারী- পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন তারকারা। তবে নজর কাড়ল বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পোস্ট করা ভিডিওটি। জওয়ানদের ঘরে ফেরার জন্য কীভাবে পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তাঁরা ফিরলে কীভাবে বাড়িতে প্রাণ ফেরে, এমনই আবেগঘন সব মুহূর্ত বন্দি রয়েছে সেই ভিডিওতে। জওয়ানদের আত্মত্যাগকে স্যালুট জানানোর শেষে দেশবাসীর উদ্দেশে বার্তা, অনেক ঘরের ছেলে ঘরে ফেরে, আবার অনেকেরই ফেরা হয় না। তাই জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ান। কেন্দ্রীয় সরকারের Bharat Ke Veer ওয়েবসাইটের মাধ্যমে অর্থ সাহায্য করে আপনিও ওই পরিবারের অংশ হয়ে উঠুন।
View this post on Instagram
অক্ষয়ের পাশাপাশি স্বাধীনতা দিবসে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। পাঞ্জাবি পপতারকা গুরু রান্ধাওয়া, পরিচালক করণ জোহর, অভিনেত্রী হেমা মালিনী-সহ অনেকেই।
View this post on Instagram
Sighting the Indian Flag
brings just one emotion to the fore—gratitude…
Gratefulness to our Defence Forces who keep it flying high, no matter what#HappyIndependenceDay pic.twitter.com/dY7mshpAHf
— Ajay Devgn (@ajaydevgn) August 15, 2021
এদিকে আবার টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের বিশেষ ভিডিও পোস্ট করে দেশবাসীর সঙ্গে এই বিশেষ দিনের আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী কৃতি স্যানন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.