Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

‘ক্ষমা চেয়েছি, তবুও রাতে ঘুম হয় না’, পানমশলার বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন অক্ষয়

সম্প্রতি বাতিল হয়েছে অক্ষয়ের মার্কিন ট্যুরের একটি কনসার্ট।

Akshay Kumar on doing pan masala commercial| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 28, 2023 9:02 am
  • Updated:February 28, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ফের ফ্লপ অক্ষয় কুমার। সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয়ের সেলফি ছবি দর্শক টানতা পারল না সিনেমা হলে। একসময়ের বক্স অফিস কাঁপানো খিলাড়ি কুমারের পর পর এমন ফ্লপ ভাবাচ্ছেন খোদ অক্ষয়কে। ঠিক এই সময়ই মার্কিন মুলুকে পাড়ি দিলেন অক্ষয়। সেখানে অংশ নেবেন এক কনসার্টে। রটেছে এমন, টিকিট বিক্রি না হওয়ার জন্য নাকি মার্কিন মুলুকের ৪টি শোয়ের মধ্যে একটি বাতিল হয়। তবে জানা গিয়েছে, কনসার্টের উদ্যোক্তাদের সঙ্গে টাকা-পয়সার ঝামেলার কারণেই এমনটা ঘটেছে।  মার্কিন ট্যুরে যাওয়ার আগে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পানমশালার বিজ্ঞাপন ও বিতর্ক নিয়ে মুখ খুললেন অক্ষয়।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নিজের জীবনের নানা ঘটনাকে অনুরাগীদের কাছে সামনে তুলে ধরেছিলেন অক্ষয়। সেখানেই উঠল পানমশালার বিজ্ঞাপনের কথা। এক সাংবাদিকের প্রশ্নে অক্ষয় স্পষ্ট জানান, ”ওই বিজ্ঞাপন করে আমি ভুল করেছিলাম। আমি ভুল স্বীকারও করেছি। ওই বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। আমি এতটাই অপরাধবোধে ভুগছিলাম যে, বহুদিন রাতে ঘুমোতেও পারিনি। সে জন্যই আমি অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলাম। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওঁরা বিজ্ঞাপন প্রচার করবেন। তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব। অনুরাগীদের কথা দিলাম।”

Advertisement

[আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের খ্যাতি ছাড়া আর কী গুণ আছে? শেহনাজকে তোপ গায়িকা সোনা মহাপাত্রর]

অন্যদিকে, অক্ষয়ের কথায়, ”১৯৯০ সালে আমার একটাও ছবি চলছিল না। কিছু করতে পারছিলাম না ভারতে থেকে। তখন কিছু বন্ধুর কথায় ভাগ্যান্বেষণের উদ্দেশ্যেই কানাডায় চলে যাব ঠিক করি। তবে ভারত আমাকে সব কিছু দিয়েছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে তা এদেশের জন্যই। তাই আমি যা কিছু অর্জন করেছি, সব এখান থেকেই। যদি আবার ফিরতে পারি, সেই সুযোগ খুঁজছি।’

অভিনয় জীবনের প্রথম দিকে একের পর এক প্রায় ১৪-১৫টি ছবি সফল না হওয়ায় কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেতা। তাই বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের বুদ্ধিতে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৈরি করে ফেলেন পাসপোর্টও। সেখানে নিয়মিত যাতায়াতও রয়েছে তাঁর। তবে তিনি ভারতেও যে কাজ করেন না, তা নয়। এমনকী ভারতে করও দেন। এবার দেখার ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর ‘কানাডা কুমার’ তকমা ঘোচে কিনা।

[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট মেয়ে অন্বেষার, চিন্তিত স্বস্তিকার মনে প্রশ্ন একটাই ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement