Advertisement
Advertisement
Akshay Kumar

কবে বলিউড থেকে বিদায় নেবেন? জানিয়ে দিলেন অক্ষয় কুমার

সম্প্রতি অক্ষয়ের একের পর এক ছবি ফ্লপ হয়েছে।

Akshay Kumar on Bollywood and His plan for Retirement | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 18, 2022 11:04 am
  • Updated:June 18, 2022 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি ‘পৃথ্বীরাজ’। এর আগে অক্ষয়ের ছবি ‘বচ্চন পাণ্ডে’ও বক্স অফিসে খুব একটা সফল নয়। এরই মাঝে অক্ষয়ের হাতে এখন প্রায় ৬ টা ছবি। কোনওটা মুক্তির অপেক্ষায়, তো কোনওটার শুটিং চলছে। ঠিক এই সময়ই হঠাৎ বলিউডকে টা টা বাই বাই করার কথা জানালেন অক্ষয়। তবে সরাসরি নয়, বরং জানালেন, ঠিক কি ঘটলে বলিউড ছাড়বেন তিনি!

গপ্পোটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অক্ষয় কুমার জানিয়েছেন, ‘আপাতত আমার হাতে অনেকগুলো ছবি। একের পর এক শেষ করছি। প্রচুর চিত্রনাট্যও পড়ছি। রোজ সকালে উঠে শুটিং ফ্লোরে যাচ্ছি। শুটিং করছি। রাতে বাড়ি ফিরছি ঘুমোচ্ছে। আর পাঁচটা লোক যেমনটি রোজ চাকরি করেন, ঠিক তেমনটিই করছি আমি। তবে হ্যাঁ, যতদিন শুটিংয়ে যেতে ইচ্ছে করবে, ততদিন কাজ করব। যেদিন মনে হবে আর শুটিংয়ে যেতে ইচ্ছে হচ্ছে না, সেদিন বলিউড ছেড়ে দেব!’

Advertisement

YRF Changes Akshay Kumar's 'Prithviraj' Title 1 Week Before Its Release

[আরও পড়ুন: শেষ ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়াল, রোজগারের আশায় নতুন ব্যবসা নায়িকা দীপান্বিতার]

বলিউডে অক্ষয় কুমার খুব কষ্টেই নিজের জমি তৈরি করেছেন। কেরিয়ারের শুরুর দিকটা ছিল বেশ স্ট্রাগলে ভরা। তবে যত দিন গিয়েছে অক্ষয় কুমার তত সফল হয়েছেন। বক্স অফিসে তো অক্ষয় হাত দিলেও সোনা ফলে! সেই অক্ষয়ের মুখেই এবার বলিউড ছেড়ে দেওয়ার কথা।

Akshay Kumar steps down as tobacco brand ambassador

নিন্দুকরা বলছেন, পর পর দুটো ছবি ফ্লপ হওয়ার কারণেই অক্ষয়ের মনের কোণায় এধরনের আশঙ্কা উঁকি দিয়েছে। লোকে বলছে, নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে দক্ষিণী ছবির দাপটের কারণেই নাকি অক্ষয় ধীরে ধীরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তবে অক্ষয়ের কথায়, ফিল্ম অভি বাকি হ্যায় মেরে দোস্ত!

[আরও পড়ুন: ‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিৎই তুরুপের তাস, সিনেমা হলে যাওয়ার আগে পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement