Advertisement
Advertisement
Pathaan Movie

‘বলিউডের সুদিন ফেরাতে মোদির কথা শুনুন!’, ‘পাঠান’ নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসায় অক্ষয়

আর কী বললেন খিলাড়ি কুমার?

Akshay Kumar hails PM Modi for asking BJP workers to avoid unnecessary comments on films| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 23, 2023 2:41 pm
  • Updated:January 23, 2023 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের পাঠান। অগ্রিম বুকিংয়েই এই ছবি সব রেকর্ড ভেঙে ফেলেছে। তবুও পাঠান নিয়ে বিতর্ক কিন্তু চলছে। তবে আগের থেকে এই বিতর্কের আগুনের আঁচ যেন একটু কম। আর হবে নাই বা কেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই তাঁর দলের সমস্ত সদস্যকে বিতর্ক বন্ধ করতে আদেশ দিয়েছেন। নরেন্দ্র মোদির এই হস্তক্ষেপে বেশ খুশি বলিউড। বলিউডের অনেক তারকারাই প্রকাশ্যে মোদির প্রশংসায় পঞ্চমুখ। যেমন, বলিউডের খিলাড়ি কুমার। তিনি স্পষ্টই বলে দিলেন, মোদির কথা শুনলে বলিউডের সুদিন ফিরবেই!

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে অক্ষয় জানান, ”বিনোদন জগতের জন্য প্রধানমন্ত্রী মোদির চিন্তাভাবনা সর্বদা ইতিবাচক। যে কোন ইতিবাচক বিষয়কে স্বাগত জানানো উচিত। তিনি এই দেশের সব থেকে প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁর কথায় যদি কিছু পরিবর্তন হয় তা অবশ্যই দুর্দান্ত হবে ইন্ডাস্ট্রির জন্য।”

Advertisement

মুক্তির আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan)। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে দেখা গিয়েছে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও। কিন্তু এহেন পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) পরামর্শ, ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার। কোনও বিশেষ ছবির নাম না করলেও, বর্তমান পরিস্থিতিতে শাহরুখ-দীপিকার নতুন ছবি প্রসঙ্গেই যে মোদির এহেন পরামর্শ, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এক সূত্রের তেমনই দাবি।

[আরও পড়ুন: পরনে সূতির শাড়ি, কপালে ছোট্ট টিপ, নতুন ছবির টিজারে স্বাধীনতা সংগ্রামী সারা আলি খান ]

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? সূত্রের দাবি, দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন, নানা মন্তব্য করছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে।” এরপরই তাঁর নির্দেশ এই ধরনের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার।

প্রসঙ্গত, বিতর্ক চলছে বিতর্কের পথে। কিন্তু ‘পাঠান’ (Pathaan) নিয়ে উত্তেজনার কমতি নেই। শাহরুখ অনুরাগীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ছবির প্রচারে। আর তার মধ্যে নতুন খবর হল, শাহরুখের ‘পাঠান’ ছবি একের পর এক রের্কড গড়ছে, মুক্তির আগেই! কী রেকর্ড? আসুন একে একে দেখা যাক।

অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘পাঠান’। ট্রেন্ড বলছে, ওপেনিংয়েই সবাইকে বাজিমাত করবে এই ছবি। সমীক্ষা বলছে, অগ্রিম বুকিংয়ে হালফিলের ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলবে পাঠান।

শুধু তাই নয়, জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘গাইতেয়ি গ্যালাক্সি’তে এই প্রথম সকাল ৯ টা সময় দেখানো হবে পাঠান (Pathaan)। আর এ ব্য়বস্থা করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যান ক্লাব।

‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। মুক্তির দিন যত এগোচ্ছে পাঠান ছবি নিয়ে বিতর্কের আগুন যেন আরও বেড়েই চলেছে। এই যেমন, পাঠান নিয়ে সোমবার দিল্লি হাইকোর্ট এক নতুন নির্দেশ দিল। দিল্লি হাইকোর্টের তরফ থেকে পাঠান ছবির প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হল, এই ছবির ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ওটিটি মুক্তির আগে ছবির সাবটাইটেল আগে থেকে জমা দিতে হবে। কেননা,সাবটাইটেলে যেন ভুল তথ্য দেখানো না হয় তার জন্যই এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া, সেন্সর বোর্ডের ছাড়পত্রও জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের শেষ নেই। তার ফলে সেন্সর বোর্ডের কড়া নজরে সিদ্ধার্থ আনন্দের ছবি। কাঁচির কোপে কি বাদ পড়ছে ‘বেশরম রং’? তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেন্সর বোর্ডের তরফে এখনও কিছুই জানানো হয়নি। তবে সেন্সর বোর্ডের রিপোর্ট ভাইরাল সর্বত্র। ভাইরাল হওয়া ওই রিপোর্ট আদৌ সত্যি কিনা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

ওই রিপোর্ট অনুযায়ী, মোট ১০টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে চলেছে সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু সংলাপে বদল আনতে হবে। ‘Raw’ শব্দের বদল করতে হবে। অন্তত ১৩টি জায়গায় পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের কথা উল্লেখ রয়েছে। সেগুলিও পরিবর্তন করতে হবে। ‘বেশরম রং’ গানটি বাদ যাবে না। তবে গানটির নাচের দৃশ্যে সামান্য বদল করতে হতে পারে। যৌন আবেদনে ভরা নাচের পোজে কিছু বদল হবে। তবে গেরুয়া বিকিনিতে কোনও পরিবর্তন হবে না। যদিও ভাইরাল হওয়া এই রিপোর্টটির সত্যাসত্য স্বীকার করেনি সেন্সর বোর্ডও।

[আরও পড়ুন: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘পাঠান’, রণলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’কেও ছাপিয়ে যাবে শাহরুখের ছবি! ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement