Advertisement
Advertisement
Jawan Shahrukh Khan Box Office Akshay Kumar

‘বক্স অফিসে আমরা ফিরেছি!’ দক্ষিণী ছবিকে খোঁচা দিয়ে ‘জওয়ান’ শাহরুখের প্রশংসায় অক্ষয়

উত্তরে কী লিখলেন শাহরুখ?

Akshay Kumar congratulates Shah Rukh Khan for Jawan's 'massive success'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 11, 2023 8:28 pm
  • Updated:September 11, 2023 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির চার দিনের মধ্য়েই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের জওয়ান। হিসেব বলছে, ইতিমধ্য়েই ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। গোটা বিশ্বে এখন শুধুই ‘জওয়ান’ ঝড়। সমালোচক থেকে দর্শক সবাই ‘জওয়ান’ বলতে পাগল। এমনকী, ইন্ডাস্ট্রির অন্যান্য নায়ক-নায়িকারও বক্স অফিসের লড়াই ভুলে ‘জওয়ান’ শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। এই যেমন, নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাহরুখের প্রশংসা করলেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। তবে শুধু প্রশংসাই নয়, ‘জওয়ানে’র উদাহরণ দিয়ে দক্ষিণী ছবিকেও একহাত নিলেন অক্ষয়।

এক্স হ্যান্ডেলে অক্ষয় লিখলেন, ”কী দারুণ সাফল্য। শুভেচ্ছী ‘জওয়ান’, ‘পাঠান’, শাহরুখকে। আমাদের ছবি আবার ফিরে এসেছে।”

Advertisement

‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আর আর আর’, ছবির বক্স অফিসে সাফল্যের ফলে যেন পিছিয়ে পড়েছিল বলিউড ছবি। শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ও যে বলিউডকে হারতে দেননি, অক্ষয়ের পোস্টে যেন সেই ইঙ্গিতই পাওয়া গেল। 

[আরও পড়ুন: ‘আমি বলির পাঁঠা…’! চেন্নাই কনসার্ট নিয়ে ভক্তরা ভয়ংকর ক্ষুব্ধ হতেই টিকিটের টাকা ফেরাচ্ছেন রহমান]

অক্ষয়ের এই পোস্টের উত্তরও দিয়েছেন শাহরুখ। কিং খান লিখলেন, ”আপনাদের প্রার্থনাতেই এমনটা সম্ভব হয়েছে। ভাল থাকবেন খিলাড়ি।”

এখন ‘জওয়ান’ ব্লকবাস্টার। শোনা যায়, মুক্তির দিনই ১২৫ কোটির ব্যবসা করেছিল কিং খানের ছবি। দ্বিতীয় ও তৃতীয় দিন ছবির আয় ছিল ১০৯ কোটি ও ১৪০ কোটি। চতুর্থ দিন অর্থাৎ রবিবারে সারা বিশ্বে ১৫৬ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। তাতেই চারদিনে ছবির আয় ৫৩১ কোটি টাকা। অন্যদিকে বক্স অফিসে ভাল ব্যবসাও করেছে অক্ষয়ের ও মাই গড ২।

[আরও পড়ুন: ফের বাবা হলেন গায়ক অনীক ধর, শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement