Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar UP

হেলিকপ্টারে চড়ে যোগীরাজ্যে পৌঁছলেন অক্ষয় কুমার, আচমকাই কেন উত্তরপ্রদেশে ‘খিলাড়ি’?

ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়!

Akshay Kumar Arrives In Helicopter For Film Shoot In Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 27, 2023 4:23 pm
  • Updated:August 27, 2023 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দান চর্চা সর্বত্রই। মোদি-শাহ সকলের সঙ্গেই অভিনেতার সুসম্পর্ক রয়েছে। গতবছর যোগী আদিত্যনাথের সঙ্গে বলিউড খিলাড়ির ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎকার চর্চার শিরোনামে উঠেছিল। অযোধ্যার মন্দির নির্মাণের জন্য আমজনতার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানোর ‘উপহার’ হিসেবে অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’কে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) করমুক্ত ঘোষণা করা হয়েছিল। এবার হেলিকপ্টারে চড়ে যোগীরাজ্যে পৌঁছতেই অক্ষয় কুমারকে নিয়ে ফের শোরগোল নেটপাড়ায়!

আচমকাই কেন উত্তরপ্রদেশে বলিউডের ‘খিলাড়ি’? সূত্রের খবর, নতুন ছবির শুটিংয়ের জন্যই যোগীরাজ্যে পৌঁছেছেন অক্ষয়। সীতাপুরো শুটিং হবে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই ছবির নাম- ‘স্কাই ফোর্স’। যদিও আনুষ্ঠানিকভাবে এই সিনেমার ঘোষণা করেননি অভিনেতা। ভাইরাল ভিডিওতে দেখা গেল, অক্ষয় কুমারকে দেখতে ভিড় জমিয়েছেন অগণিত অনুরাগী। লোকেশনে পৌঁছেই তাঁদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা গেল অভিনেতাকে।

Advertisement

উল্লেখ্য,‘OMG 2’র দৌলতেই সদ্য বক্স অফিসে কপাল খুলেছে অভিনেতার। শিবদূতের চরিত্রে যুক্তিবাদী হওয়ার পাঠ দিয়েছেন অক্ষয় কুমার। সেই ছবি এবার ১০০ কোটির গণ্ডি পার হতেই নতুন সিনেমার কাজে উত্তরপ্রদেশ ছুটলেন ‘খিলাড়ি’।

[আরও পড়ুন: ‘টিপ, সিঁদুর, মঙ্গলসূত্র পরেই মহিলাদের চাঁদ-জয়’, ইসরোর মহিয়সীদের কুর্নিশ কঙ্গনার]

প্রসঙ্গত, ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে ‘ব্রাত্য’ অক্ষয় কুমারকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জেরে ‘কানাডা কুমার’ তকমা ঘুচেছে তাঁর। একের পর এক দেশাত্মবোধক সিনেমা করেও জাতীয় পুরস্কারের তালিকায় আজ অবধি ঠাঁই পাননি তিনি। নিন্দুকেরা বলতেন, নাগরিকত্বের জেরেই তা অধরা! এবার ভারতের নাগরিক হয়েও ভাগ্যে শিকে ছেঁড়েনি। রবিবার হেলিকপ্টার চড়ে যোগীরাজ্যে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অক্ষয় কুমার।

[আরও পড়ুন: মালাইকাকে ‘আবর্জনা’ বলে কটাক্ষ! ফের প্রেমে পড়েছেন অর্জুন কাপুর? জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement