Advertisement
Advertisement
Jolly LLB

আসছে ‘জলি এলএলবি থ্রি’, নতুন ছবিতে এবার মুখোমুখি লড়াইয়ে অক্ষয়-আরসাদ

কবে মুক্তি পাবে এই ছবি?

Akshay Kumar and Arshad Warsi to collaborate for 'Jolly LLB 3' | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 24, 2022 4:07 pm
  • Updated:August 24, 2022 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগেই। তবে এবার একেবারেই সঠিক খবর। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই শুটিং ফ্লোরে আসতে চলেছে ‘জলি এলএলবি থ্রি’! তবে খবর এখানেই শেষ নয়। চমক রয়েছে আরও।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে ২০১৭ সালে মুক্তি পেল ‘জলি এলএলবি টু’। এই ছবিও প্রশংসিত হয়। তারপর থেকে শোনা যাচ্ছিল ফের সিনেপর্দায় আসতে চলেছে ‘জলি এলএলবি থ্রি’। আর এবার সেই খবরেই শিলমোহর দেওয়া হল ছবির টিমের তরফ থেকে।

Advertisement

শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি থ্রি’তে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও আরসাদকে। সূত্রের খবর অনুযায়ী, ছবির গল্পে মুখোমুখি সংঘর্ষ বাঁধবে দুই জলির মধ্যে। থাকছে বিচারপতি সৌরভ শুক্লার চরিত্রই। সব ঠিকঠাক চললে ২০২৩ সালের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি। 

প্রসঙ্গত, একের পর এক ছবি ফ্লপ হলেও অক্ষয়ের ঝুলিতে রয়েছেন অনেকগুলো ছবির অফার। রয়েছে ‘কাঠপুতলি’, ‘ক্যাপসুল গিল’, ‘বড়ো মিঞা ছোটে মিঞা’, ‘রাম সেতু’, ‘ও মাই গড টু’, ‘সেলফি টু’র মতো ছবি।

[আরও পড়ুন: উপহাস করা হয়েছে বিশেষ ভাবে সক্ষমদের, মামলা দায়ের ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে ]

সম্প্রতি মুম্বইয়ে ‘কাঠপুতলি’ ছবির প্রচারে এসে সাংবাদিক প্রশ্নের মাঝে অক্ষয় (Akshay Kumar) সোজা সাপটা জানালেন, বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। না হলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।

[আরও পড়ুন: নওয়াজকে হুবহু অর্চনা পূরণ সিংয়ের মতো লাগছে! ছবি ট্রেন্ডিং হতেই মুখ খুললেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement