সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের দেওয়া নাম নির্মলা নাগপাল। তবে বলিউডে তাঁকে সবাই সরোজ খান বলেই চেনেন। সবার প্রিয় ‘মাস্টারজি’ তিনি। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো একাধিক জনপ্রিয় নায়িকার নৃত্যছন্দ যখন আসমুদ্র হিমাচল দুলিয়েছিল, তার নেপথ্য কিন্তু এই মানুষটিই ছিলেন- ‘নাচের রানি’। যাঁর কাছ থেকে তালিম নিয়ে বলিউডের নায়িকারা ক্যামেরার সামনে দুর্ধর্ষ পারফর্ম্যান্সে দর্শকদের মন মাতাতেন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের প্রিয় ‘মাস্টারজি’ চিরতরে বিদায় নিলেন। শুক্রবার ভোরে সূর্যের আলো ফুটতেই যখন সরোজ খানের প্রয়াণের খবর প্রকাশ্যে আসে, তারকাদের অনেকেই মুষড়ে পড়েছেন। সত্যিই তো, এ যেন বলিউডের আকাশে এক কালমেঘ ঘনিয়েছে! একের পর এক তারকা বিয়োগ আর দুঃসংবাদ!
শুক্রবার সকালেই মুম্বইয়ের মালাডের কবরস্থানে সরোজ খানের শেষকৃত্য সম্পন্ন করেছেন ছেলে রাজু খান।
সরোজ খানের নৃত্যকলার তালিমে মুগ্ধ হয়ে তিনবার তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। ২০০৩ সালে ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’, ২০০৬ সালে ‘শ্রীঙ্গারাম’ ছবির সব গান এবং ২০০৮ সালে ‘জব উই মেট’ ছবির ‘ইয়ে ইশক হায়’ গানে কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়াও ‘গুরু’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বেটা’, ‘তেজাব’, ‘খলনায়ক’-এর মতো একাধিক ছবিতে ডান্স কোরিওগ্রাফির জন্য অগণিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও এসেছে সরোজের কাছে। ২হাজারটিরও বেশি গানে কোরিওগ্রাফি করেছেন বলিউডের ‘মাস্টারজি’। যাঁর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের সঙ্গে। তাই সরোজের প্রয়াণে শোকাহত নেটিজেনরা বলছেন, “প্রিয় শ্রীদেবীর কাছেই চলে গেলেন মাস্টারজি।”
সরোজ খানের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ী, রেমো ডিসুজা, নিমরত কৌর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা-সহ অনেকেই।
মাধুরী বললেন, “আমি শেষ হয়ে গেলাম। প্রিয় বন্ধু এবং আমার গুরুজনকে হারিয়ে আমি বিধ্বস্ত।”
I’m devastated by the loss of my friend and guru, Saroj Khan. Will always be grateful for her work in helping me reach my full potential in dance. The world has lost an amazingly talented person. I will miss you💔 My sincere condolences to the family. #RIPSarojji
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) July 3, 2020
T 3582 – Prayers .. 🙏 ..
हाथ जुड़े हैं , मन अशांत— Amitabh Bachchan (@SrBachchan) July 3, 2020
অক্ষয় কুমার বললেন, “আপনিই তো নাচটাকে সবার কাছে একেবারে জলভাত করে দিয়েছিলেন। খুব বড় ক্ষতি হয়ে গেল ইন্ডাস্ট্রির।”
Woke up to the sad news that legendary choreographer #SarojKhan ji is no more. She made dance look easy almost like anybody can dance, a huge loss for the industry. May her soul rest in peace 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) July 3, 2020
Rest in peace Saroj ji 🙏🙏
— manoj bajpayee (@BajpayeeManoj) July 3, 2020
“ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমি ওঁর কাছে নাচের তালিম নিতে পেরেছিলাম”, মন্তব্য জেনেলিয়া ডিসুজার।
RIP Saroji … I thank God I got a chance to be choreographed by you.. Prayers and Strength to the Family..#SarojKhan
— Genelia Deshmukh (@geneliad) July 3, 2020
“আলাদ্দিন সিনেমায় আপনার কাছ থেকে নাচ শিখতে পেরেছিলাম। জীবনের অন্যতম ইচ্ছেপূরণ”, বলে স্মৃতিতে ভাসলেন অভিনেতা রীতেশ দেশমুখ।
Rest in Peace Saroj Khan ji. This loss is immeasurable for the industry & film lovers.Having choreographed more than 2000 songs she single handedly changed the landscape of how songs were shot. I had the pleasure of being Choerographed by her in Aladin. One tick off my bucketlist
— Riteish Deshmukh (@Riteishd) July 3, 2020
“কোরিওগ্রাফি-এই শব্দটার সঙ্গে আপনিই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যেখানেই থাকুন, ভাল থাকবেন “, বললেন নিমরত কৌর।
Saroj ji’s name introduced the word ‘choreographer’ to my life. A genius who immortalised stars and the music that defined an era with her iconic work. May her loved ones find strength and courage at this terrible hour. There’ll never be another…#RIPSarojKhan #Legend #Masterji pic.twitter.com/EffYUvX7Ca
— Nimrat Kaur (@NimratOfficial) July 3, 2020
Really sad to hear that Saroj Khan ji is no more between us. Her Grace , her simplicity her iconic moves and her legacy are immortalised. My condolences with Raju sir, and entire family. 🙏🏻🙏🏻 #RipSarojKhan
— Neil Nitin Mukesh (@NeilNMukesh) July 3, 2020
“হিন্দি সিনেমা আড্ডার অন্যতম জনককে হারাল”, একাধিক টুইটে শোকপ্রকাশ প্রযোজক কুণাল কোহলির।
I lovingly called her ‘HumarePyaareMasterji’.Her loud seeti on set.I would find the shot with the most adaa & make sure she showed that herself,many actors on seeing it would say ‘now how can we match that?’ She had Adaa like no one else. #SarojKhan Hindi Cinema has lost its Adaa
— kunal kohli (@kunalkohli) July 3, 2020
Shocked to know the sad demise of Saroj khan ji. An era comes to an end with her. Rest in peace. 🙏
— Sunil Grover (@WhoSunilGrover) July 3, 2020
“আপনি আমার মতো আর সবার কাছে একজন অনুপ্রেরণা “, মন্তব্য পরিচালক ফারহা খানের।
Rest in peace Sarojji.. u were an inspiration to many, myself included. Thank you for the songs🙏🏻 #SarojKhan
— Farah Khan (@TheFarahKhan) July 3, 2020
Saroji you will be missed🙏 #RIPSarojKhan
— sonu sood (@SonuSood) July 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.