Advertisement
Advertisement
Akhu Chingangbam

মা ও স্ত্রীয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ মণিপুরী গায়ককে!

গায়ককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য গোটা মণিপুরে।

Akhu Chingangbam, Vocalist of Imphal Talkies, Kidnapped by Armed Men | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 29, 2023 4:02 pm
  • Updated:December 29, 2023 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপহৃত হলেন মণিপুরের জনপ্রিয় গায়ক ও গীতিকার আখহু চিনগংবাম (Akhu Chingangbam)। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার আততায়ীরা এসে গায়কের স্ত্রী ও মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গায়ককে তুলে নিয়ে যায়। গায়ক আখহু ‘ইম্ফল টকিস’ রক ব্যান্ডের লিড গায়কও। মূলত, মণিপুরের লোকগীতিকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন নতুন গান তৈরি করতেন আখহু। সেই গায়কের অপহরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সঙ্গীতমহলে।

এমনিতেই মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অবস্থা মণিপুরের। তার মধ্যে গায়ককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্যে। তবে কেন গায়ককে অপহরণ করা হয়েছে তার কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: ‘বিয়ে করার আগে…’, সম্পর্ক নিয়ে সোজাসাপটা মিমি চক্রবর্তী]

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তর-পূর্বের রাজ্যের যা পরিস্থিতি তাকে ঘিরে উদ্বেগ গোটা দেশের। কিন্তু এখন কেমন আছে মণিপুর (Manipur)? সংঘর্ষের আগুন কি নিভছে? এপ্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। জানালেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু আশঙ্কা এখনও রয়েছে।

এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ”পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তা সত্যি। সেই সময় সেনা ও অসম রাইফেলসকে ডেকে পাঠানো হয়। ডাকা হয়েছিল সিএপিএফকেও। আমরা দ্রুত অপারেশন শুরু করি। ৭ থেকে ৮ দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যায়। বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংঘর্ষ বন্ধ করার চেষ্টায় সাফল্য এসেছিল। কিন্তু এর পরও থেকে থেকেই সংঘর্ষের আগুন যে জ্বলে উঠছে তাও সত্যি।”

[আরও পড়ুন: ‘ঘরের বউ টাইমপাস নয়’ সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন করণ, হঠাৎ পরিচালকের হল কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement