Advertisement
Advertisement
অজয়

‘তানহাজি’র পর ফের ইতিহাস নির্ভর ছবি, কোন চরিত্রে দেখা যাবে অজয়কে?

অমিশ ত্রিপাঠির পরবর্তী উপন্যাস নিয়ে তৈরি হবে ছবিটি।

Ajay Devgn's next movie to be based on Amish Tripathi's upcoming book
Published by: Bishakha Pal
  • Posted:December 30, 2019 3:21 pm
  • Updated:December 30, 2019 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের সপ্তাহে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ছবি ‘তানহাজি’। কিন্তু মুক্তির আগেই তার পরের ছবির কথা ঘোষণা করে দিলেন অজয় দেবগন। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবিটিও হতে চলেছে পিরিয়ড ড্রামা। অমিশ ত্রিপাঠির পরবর্তী উপন্যাস নিয়ে তৈরি হবে ছবিটি। যার কেন্দ্রীয় চরিত্র রাজা সুহেলদেব।

জানা গিয়েছে, অজয়ের প্রোডাকশন হাউজ ভাল ঐতিহাসিক যুদ্ধের গল্প খুঁজছে। যা তাদের প্রচারের আলোয় আনতে পারবে। তখনই ‘তানহাজি’র কথা আসে। চিত্রনাট্য পছন্দও হয়ে যায় অজয় দেবগনের। পরিচালক ওম রাউত ছবিটি তৈরি করার দায়িত্ব নেন। অজয় জানান, এমন একটি গল্প গোটা বিশ্বের জানা উচিত। তাই তিনি ‘তানহাজি’ প্রযোজনার সিদ্ধান্ত নেন। এরপরই তিনি জানান, তাঁর পরবর্তী ছবিটি হবে রাজা সুহেলদেবকে নিয়ে। যিনি মহম্মদ গজনি ও তাঁর সেনাদলকে বাহরাইচে পরাস্ত করেন। এই জায়গাটি বর্তমানে উত্তরপ্রদেশের অন্তর্গত। একাদশ শতাব্দীতে গজনি সোমনাথ মন্দির ধ্বংস করেন। তখনই রাজা সুহেলদেব ও তাঁর সেনা সুলতানকে পরাস্ত করেন ও সোমনাথ মন্দির পুনরায় স্থাপন করেন। এই আখ্যানই উঠে আসবে অমিশ ত্রিপাঠির বইয়ে। আর তা নিয়েই ছবি তৈরির কথা ভাবছেন অজয়।

Advertisement

[ আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত, তৃতীয়বার অভিযোগ দায়ের রবিনা-ফারহা-ভারতীর বিরুদ্ধে ]

তবে অজয়ের হাতে রয়েছে আরও একটি ইতিহাসনির্ভর ছবি। চাণক্যকে নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন নীরজ পাণ্ডে। সেখানে কৌটিল্যর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগনকে। পরের বছর মাঝামাঝি থেকে শুরু হবে ছবির শুটিং। পরিচালক ও অভিনেতার মধ্যে এখন ছবিটি নিয়ে বিস্তর আলোচনা চলছে। ‘তানহাজি’র পরই শুরু হয়ে যাবে ‘চাণক্য’ ছবির কাজ।

তানাজি মলিসারেকে নিয়ে তৈরি হয়েছে ‘তানহাজি’। শিবাজির মারাঠি ফৌজের এই যোদ্ধা ছিলেন সুনিপুণ। ১৬৭০ সালের সিংহগড় দুর্গ যাতে শক্রুদের হাতে না যায়, তার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলেন তানাজি। সেই যুদ্ধেই প্রাণ দিয়েছিলেন এই বীর যোদ্ধা। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন অকুতোভয়। এই বীর যোদ্ধার কথাই ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। অন্যদিকে, সইফ আলি খানের চরিত্রটির নাম উদয়ভান রাঠোর। মোঘল সেনা প্রধান প্রথম জয় সিংয়ের সেনাবাহিনীতে কাজ করত উদয়ভান। দুর্গ দেখাশোনার কাজ ছিল তার উপর। ঔরঙ্গজেবের মোগল সেনার প্রধান ছিলেন এই জয় সিং। মারাঠাদের বিরুদ্ধে তাঁর ষড়যন্ত্র অনুঘটকের কাজ করেছিল। অজয় দেবগন ও সইফ আলি খান ছাড়াও ছবিতে রয়েছেন কাজল। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

[ আরও পড়ুন: পর্দায় মালালার জীবনী, নতুন বছরেই আসছে ‘গুল মাকাই’ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement