Advertisement
Advertisement
Ajay Devgn Amitabh Bachchan

ফের পরিচালকের ভূমিকায় অজয় দেবগন, নতুন ছবির মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন

ছবির নাম কি জানেন?

Bangla News of Ajay Devgn, Bollywood star will direct Amitabh Bachchan in an human drama Titled ‘May day’ | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 7, 2020 3:32 pm
  • Updated:January 11, 2021 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি চুটিয়ে প্রযোজনার দায়িত্ব সামলে চলেছেন অজয় দেবগন (Ajay Devgn)। এবার ফিরলেন পরিচালনায়। চার বছর পর পরিচালকের দায়িত্ব নিজের কাঁধে নিলেন অজয়। তৈরি করবেন নতুন ছবি ‘মে ডে’। আর তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয়ের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।

নিজের অভিনয়ের অন্যতম অনুপ্রেরণা হিসেবে একাধিকবার অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেছেন অজয়। ‘খাকি’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘সত্যাগ্রহ’, ‘আগ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। ২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’ (U Me Aur Hum)। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। অ্যালজেইমার্স রোগীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়। পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’ (Shivaay)। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য দমবার পাত্র নন বলিউডের ‘তানহাজি’। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: মায়ের বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস শ্রাবন্তীপুত্র ঝিনুকের]

জানা গিয়েছে, বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনি নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাঁকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। চিত্রনাট্যের চূড়ান্ত পর্বের কাজ চলছে বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে ছবির শুটিং (Hyderabad)।    

[আরও পড়ুন: প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক, ট্রেলার কবে মুক্তি পাবে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement