Advertisement
Advertisement

Breaking News

Ajay Devgan

৪৫ কোটি টাকায় ৫ টি অফিস কিনলেন অজয় দেবগন! সিনেমা ছেড়ে নতুন ব্যবসার প্ল্যান?

নতুন সম্পত্তি নিয়ে মুখে কুলুপ অজয়ের।

Ajay Devgn purchases property worth Rs 45 crores in Mumbai| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 4, 2023 3:48 pm
  • Updated:July 4, 2023 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি অনেক আগেই প্রযোজনা সংস্থা খুলেছেন অজয় দেবগণ। পরিচালক হয়ে তৈরিও করেছিলেন ছবি। আর এবার হঠাৎ করেই মুম্বইয়ে পাঁচটি অফিস ঘর কিনলেন অভিনেতা। সূত্র বলছে, এই অফিসের জায়গার দাম প্রায় ৪৬ কোটি টাকা।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অজয় দেবগণ মুম্বইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলের ১৬ তলায় দু’টি অফিস ঘর কেনেন। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি বলা হচ্ছে। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

শুধু ১৬ তলায় নয়, এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭ তলায় আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন অভিনেতা। যা ৪,৮৯৩ বর্গফুট এলাকা জুড়ে। খবর অনুযায়ী, এটি কিনতে অজয়ের খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা।

[আরও পড়ুন: সলমনের ফার্মহাউসে রয়েছে তারকাদের কবর, চলে শিশু পাচার চক্রও! বিস্ফোরক প্রতিবেশী]

কয়েক মাসে আগে মুক্তি পেয়েছিল অজয়ের ‘ভোলা’ ছবি। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ‘ভোলা’। তবে অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন অজয়? অফিস কেনার খবর ছড়িয়ে পড়তেই উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement