সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিমেকের জোরেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলতে চলেছে সুপারহিট থ্রিলার ছবি ‘দৃশ্যম’ (Drishyam)। মালয়ালম এই সিনেমা প্রথমে বলিউডে রিমেক হয়েছিল। এবার কোরিয়ায় নতুন তৈরি করা হবে। আর তাতে অভিনয় করবেন অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার নায়ক।
২০১৩ সালে মালয়ালম ভাষায় ‘দৃশ্যম’ তৈরি করেছিলেন পরিচালক জিতু জোসেফ। ছবির নায়ক ছিলেন মোহনলাল। প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ২০১৫ সালে একই নামে হিন্দিতে ছবিটি রিমেক করেন। তাতে নায়ক হন অজয় দেবগন (Ajay Devgn)। দুই ভাষাতেই সিনেমা সুপারহিট। তারপর আসে সিক্যুয়েল। বক্স অফিসে তার ফলও বেশ ভাল।
ভারতের এই সিনেমাই এবার কোরিয়ান দর্শকদের জন্য রিমেক করা হবে। রবিবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা করা হয়। কোরিয়ান সিনেমার প্রযোজনা সংস্থার তরফে জে চোই জানান, ছবিটি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পরিচালক কিম জি-উন ছবিটি তৈরি করবেন আর ‘পারাসাইট’ সিনেমার নায়ক সং কাং-হো থাকবেন মুখ্য ভূমিকায়।
শোনা যাচ্ছে, ‘দৃশ্যম’ই প্রথম হিন্দি সিনেমা যা কোরিয়ান ভাষায় রিমেক করা হচ্ছে। জানান, ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তাঁর মতে, এর মাধ্যমে ভারতীয় সিনেমার পরিধি বাড়বে।
BIGGG NEWS… ‘DRISHYAM’ TO BE REMADE IN KOREAN LANGUAGE: PANORAMA STUDIOS – ANTHOLOGY STUDIOS MAKE OFFICIAL ANNOUNCEMENT AT CANNES… #KumarMangatPathak’s #PanoramaStudios and #AnthologyStudios announce a partnership for the remake of #Drishyam franchise in #Korea.
The official… pic.twitter.com/1kw8eRaAN6
— taran adarsh (@taran_adarsh) May 21, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.