Advertisement
Advertisement

Breaking News

Ajay Devgan

সৃজিতের ‘দশম অবতার’কে শুভেচ্ছা অজয় দেবগনের, প্রসেনজিৎকে কী লিখলেন বলিউডের ‘সিংহম’?

১৯ অক্টোবর মুক্তি পাবে 'দশম অবতার'।

Ajay Devgan wishes Srijit Mukherjee's DawshomAwbotaar| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 14, 2023 2:37 pm
  • Updated:October 14, 2023 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছেন বাইশে শ্রাবণের দুঁদে অফিসার প্রবীর রায়চৌধুরী। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে টলিউড পাচ্ছে প্রথম কপ ইউনিভার্স দশম অবতার। ইতিমধ্য়েই এই ছবির ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছল বলিপাড়াতেও। হ্যাঁ, বলিউডের ‘সিংহম’ অফিসার ওরফে অজয় দেবগন সোশাল মিডিয়ায় সৃজিতকে জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, ”শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।”

‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত হয়েছিল ‘দশম অবতার’-এর (Dawshom Awbotaar) ফার্স্টলুক। তাতেই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবির ট্রেলার। প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে।

Advertisement

[আরও পড়ুন: ‘স্যাম বাহাদুর’-এর টিজারে ডেয়ারডেভিল আর্মি জেনারেল ভিকি কৌশল, কয়েক মিনিটেই চমক]

‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্স অফিসে হিট সিনেমা। তার উপরে আবার ‘দশম অবতার’-এর ট্রেলার দেখা যা আন্দাজ করা যাচ্ছে তাতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে।

এদিকে আবার ‘খোকা’ অনির্বাণকে আবার প্রবীর রায়চোধুরি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে দেখা যাবে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোম্যান্স ট্রেলারে ধরা পড়েছে। সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশার আগুনে যেন ঘৃতাহুতি দিল ‘দশম অবতার’-এর ট্রেলার।  ১৯ অক্টোবর সিনেমা মুক্তির অপেক্ষা।

[আরও পড়ুন: বক্স অফিসের ফল যাই হোক, অস্কারে যাচ্ছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement